সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গত শনিবার রাতে এ মামলা করেছেন।
সিরাজদিখান থানায় মামলা দায়েরকৃত এ মামলার প্রধান আসামি হলেন—উপজেলার বালুচর বাজার বণিক সমিতির সভাপতি আমির হোসেন কসাই। এ ছাড়া আরও ১৭ জনকে এজাহার নামীয় ও আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহার নামীয় অন্য আসামিরা হলেন—বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুরচর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে মাসুম, ইসলাম মুনশির ছেলে রুবেল, মৃত ধলু কসাইয়ের ছেলে আলতাফ হোসেন ওরফে আলতু, আলতাফ হোসেন আলতুর ছেলে মেহেদী হাসান, মৃত আবদুল মালেকের ছেলে মনির, মোয়াজ্জেমের ছেলে সৈয়দ মুরশিদ, ইসলাম মুনশির ছেলে ফারুক মুনশি, মৃত আরশদের ছেলে ফারুক, নুরু বাউলের দুই ছেলে মিঠুন বাউল ও লিটন বাউল, মৃত রাজ্জাক বাউলের ছেলে নুরু বাউল, মৃত সাইজুদ্দিনের ছেলে মোয়াজ্জেম, খাসমহল বালুরচর গ্রামের মৃত তমিজ উদ্দিনের দুই ছেলে শুকুর আলী মাদবর ও বিল্লাল মাদবর, মৃত আব্দুল গনি (ওসমান গনি) ছেলে মোস্তফা ও মৃত আলী হোসেনের ছেলে হেলাল উদ্দিন ওরফে জাসেম।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মুন্সিগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার আসামি বালুচর বাজার বণিক সমিতির সভাপতি আমির হোসেন কসাইকে গ্রেপ্তারে গত বৃহস্পতিবার বিকেলে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এদিন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বালুচর বাজারের হাজী ফার্মেসি অ্যান্ড ডেন্টাল কেয়ার নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে আসামি আমির হোসেনকে আটক করে ডিবি পুলিশ।
এ সময় ডিবি পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামি আমির হোসেন কসাইকে তাঁর লোকজন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কাদের ও কনস্টেবল জাহিদুল ইসলাম আহত হন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আসামি আমির হোসেন কসাইকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তাঁর লোকজন। এ সময় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
এদিকে আসামি আমির হোসেন কসাইকে ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ সদস্যদের আহত হওয়ার বিষয়টি প্রথমে এড়িয়ে যান মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি ইশতিয়াক আশফাক রাসেল। তবে দায়েরকৃত মামলায় পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে আঘাত ও পিটিয়ে আহত করার ধারার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন শাখাটির এসআই মো. রফিকুল ইসলাম।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি ইশতিয়াক আশফাক রাসেল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজদিখান থানায় মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গত শনিবার রাতে এ মামলা করেছেন।
সিরাজদিখান থানায় মামলা দায়েরকৃত এ মামলার প্রধান আসামি হলেন—উপজেলার বালুচর বাজার বণিক সমিতির সভাপতি আমির হোসেন কসাই। এ ছাড়া আরও ১৭ জনকে এজাহার নামীয় ও আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহার নামীয় অন্য আসামিরা হলেন—বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুরচর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে মাসুম, ইসলাম মুনশির ছেলে রুবেল, মৃত ধলু কসাইয়ের ছেলে আলতাফ হোসেন ওরফে আলতু, আলতাফ হোসেন আলতুর ছেলে মেহেদী হাসান, মৃত আবদুল মালেকের ছেলে মনির, মোয়াজ্জেমের ছেলে সৈয়দ মুরশিদ, ইসলাম মুনশির ছেলে ফারুক মুনশি, মৃত আরশদের ছেলে ফারুক, নুরু বাউলের দুই ছেলে মিঠুন বাউল ও লিটন বাউল, মৃত রাজ্জাক বাউলের ছেলে নুরু বাউল, মৃত সাইজুদ্দিনের ছেলে মোয়াজ্জেম, খাসমহল বালুরচর গ্রামের মৃত তমিজ উদ্দিনের দুই ছেলে শুকুর আলী মাদবর ও বিল্লাল মাদবর, মৃত আব্দুল গনি (ওসমান গনি) ছেলে মোস্তফা ও মৃত আলী হোসেনের ছেলে হেলাল উদ্দিন ওরফে জাসেম।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মুন্সিগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার আসামি বালুচর বাজার বণিক সমিতির সভাপতি আমির হোসেন কসাইকে গ্রেপ্তারে গত বৃহস্পতিবার বিকেলে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এদিন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বালুচর বাজারের হাজী ফার্মেসি অ্যান্ড ডেন্টাল কেয়ার নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে আসামি আমির হোসেনকে আটক করে ডিবি পুলিশ।
এ সময় ডিবি পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামি আমির হোসেন কসাইকে তাঁর লোকজন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কাদের ও কনস্টেবল জাহিদুল ইসলাম আহত হন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আসামি আমির হোসেন কসাইকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তাঁর লোকজন। এ সময় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
এদিকে আসামি আমির হোসেন কসাইকে ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ সদস্যদের আহত হওয়ার বিষয়টি প্রথমে এড়িয়ে যান মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি ইশতিয়াক আশফাক রাসেল। তবে দায়েরকৃত মামলায় পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে আঘাত ও পিটিয়ে আহত করার ধারার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন শাখাটির এসআই মো. রফিকুল ইসলাম।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি ইশতিয়াক আশফাক রাসেল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজদিখান থানায় মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩০ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৪ মিনিট আগে