Ajker Patrika

যাত্রীদের কাছে বেশি ভাড়া নেওয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
যাত্রীদের কাছে বেশি ভাড়া নেওয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের কাছ থেকে তিনগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগে হানিফ কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কিছু যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের টাকা ফেরত দেওয়া হয়। আজ শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামাল হোসেনের নেতৃত্বে এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এলাকাবাসী, পরিবহন শ্রমিক, যাত্রী এবং ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত দুদিন যাত্রীদের চাপ লক্ষ্য করা না গেলেও শনিবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের চাপ ছিল। এর মধ্যে উত্তরবঙ্গের গেইটওয়ে উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সবচেয়ে বেশি ভিড় ছিল যাত্রীদের। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ-তিনগুণ ভাড়া বেশি আদায় করে নিচ্ছেন পরিবহন কাউন্টার ব্যবসায়ীরা। অথচ ঘরমুখো মানুষের নিরাপত্তাসহ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া যেন না নেওয়া হয়, সে জন্য চন্দ্রা ত্রিমোড়ে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সর্বক্ষণিক তদারকি টিম রয়েছে। কিন্তু যানবাহনের তুলনায় যাত্রী বেশি থাকার সুযোগে হাইওয়ে পুলিশের সামনেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পেয়ে হানিফ এন্টারপ্রাইজ নামের কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরও বেশ কিছু কাউন্টারে অভিযান চালিয়ে আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়। এ সময় কয়েকটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। 

শরিফুল নামে বগুড়াগামী একজন বাস যাত্রী অভিযোগ করে বলেন, ‘গাড়ি পর্যাপ্ত পরিমাণে থাকলেও দ্বিগুণ ও তিনগুণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে। বেশি ভাড়া না দিলে টিকিট দিচ্ছে না। আশপাশে হাইওয়ে পুলিশ থাকলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ 

এসব অভিযোগের বিষয়ে সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামাল হোসেন বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে এমন খবর পেয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। এ সময় সত্যতা পেয়ে একটি কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বেশ কিছু যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা তাদের ফেরত দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত