Ajker Patrika

শুক্রবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ২ দিনব্যাপী লাতিন আমেরিকান কার্নিভ্যাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ০০
শুক্রবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ২ দিনব্যাপী লাতিন আমেরিকান কার্নিভ্যাল

রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী লাতিন আমেরিকান কার্নিভ্যাল-২০২৪। আগামীকাল শুক্রবার বেলা ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হচ্ছে এই সাংস্কৃতিক উৎসব। এই কার্নিভ্যালের আয়োজন করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থান করা লাতিন আমেরিকার বিভিন্ন দেশের কূটনীতিকেরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

‘লাইফ ইজ অ্যা কার্নিভ্যাল’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিতব্য উৎসবে লাতিন আমেরিকার বিখ্যাত বিভিন্ন চলচ্চিত্র ও লাতিন আমেরিকাবিষয়ক বাংলা ও ইংরেজি বইয়ের প্রদর্শনী হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। সেই সঙ্গে আয়োজনে লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে বলেও জানানো হয়েছে।

জানানো হয়েছে—উৎসবে দর্শনার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। বইয়ের মধ্যে থাকবে লাতিন আমেরিকার বিভিন্ন দেশ নিয়ে লেখা বই, ভ্রমণসাহিত্য ও লাতিন আমেরিকা ভ্রমণ নিয়ে বাঙালি ও বাংলাদেশি লেখকদের গ্রন্থ সম্ভার।

দুই দিনব্যাপী এ উৎসবে ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কিউবা, উরুগুয়ে, পেরু, আর্জেন্টিনার চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

উৎসবের প্রথম দিন (শুক্রবার) সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ব্রাজিলিয়ান সিনেমা কারানদিরু। দ্বিতীয় দিন (শনিবার) দেখানো হবে চিলির চলচ্চিত্র মাচুচা, কলম্বিয়ার এল বিট, কিউবার মার্তি-দা আই অব দা ক্যানারি, উরুগুয়ের সোসাইটি অব দা স্নো। এ ছাড়া দেখানো হবে পেরুর সিনেমা মার্গারিটা ও আর্জেন্টিনার সিনেমা দা সিক্রেট ইন দেয়ার আইস।

উৎসব সম্পর্কে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জল বলেন, ‘আমরা সারা বছরই বাংলাদেশ ও ভ্রমণ-সম্পর্কিত কার্নিভ্যাল, ফটোগ্রাফি, বইমেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি। পাশাপাশি প্রতিবছর আমরা বিভিন্ন দেশ ও মহাদেশের সংস্কৃতিকেও তুলে ধরি। এবার আমরা লাতিন আমেরিকাকে তুলে ধরেছি। আশা করছি দর্শনার্থীরা আমোদিত হবেন এবং লাতিন আমেরিকার দেশ, জনগণ ও তাদের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।’

কার্নিভ্যালের আয়োজন সহযোগিতায় রয়েছে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স, কিউবা দূতাবাস, ঢাকাস্থ পেরু, চিলি, উরুগুয়ে ও কলম্বিয়ার অনারারি কনসাল এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত