Ajker Patrika

জিয়াকে স্যালুট দিতে কর্মীদের ধমক, নিয়ন্ত্রণ হারিয়ে হাসির পাত্র নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১০: ৫৯
জিয়াকে স্যালুট দিতে কর্মীদের ধমক, নিয়ন্ত্রণ হারিয়ে হাসির পাত্র নেতা

নারায়ণগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাষাঢ়া শহীদ মিনারে আয়োজন করা হয় জেলা বিএনপির পথসভা। সেখানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জিয়াউর রহমানের প্রতিকৃতি দেখিয়ে স্যালুট জানানোর আহ্বান করেন। ধমকের স্বরে দেওয়া তাঁর আহ্বানে বেশ কিছু নেতা-কর্মী জিয়াউর রহমানের প্রতিকৃতির প্রতি স্যালুট জানান।

এদিকে তাঁর এমন কর্মকাণ্ডে জেলার শীর্ষ নেতারা হাসিতে ফেটে পড়েন। কারণ ধমক দিয়ে স্যালুট করতে বলার একপর্যায়ে অনেকটাই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় মনিরুল ইসলাম রবির।

মূলত চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক বিপরীত পাশে অবস্থিত শহীদ জিয়া হল। সেই হলের একদম ওপরে রয়েছে জিয়াউর রহমানের একটি প্রতিকৃতি। পুরো শহরে বিএনপির একমাত্র প্রতিকৃতি হিসেবে রয়েছে এটি। যদিও জিয়া হল বর্তমানে কোনো কাজেই ব্যবহার করা হয় না। পুরো হলটিই প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি তাঁর বক্তব্যের শুরুতেই ধমকের সুরে বলেন, ‘আপনারা যারা আমার কথা শুনছেন তাঁরা পেছনে ফিরে দেখেন। সবাই ফিরে দেখেন। কী দেখা যায়? ফেরেন আপনারা, ফেরেন না কেন? জিয়াকে স্যালুট করেন। স্যালুট করেন জিয়াকে, স্যালুট করেন। ঘোরেন আপনারা মিয়া, স্যালুট করেন। জিয়াকে স্যালুট করেন।’

পথসভায় জেলা বিএনপির এক শীর্ষ নেতা বলেন, ‘জিয়াউর রহমানকে স্যালুট দেওয়াটা বেশ ভালো সিদ্ধান্ত ছিল। তবে এর জন্য আগে থেকেই কর্মীদের জানিয়ে রাখা প্রয়োজন। সভার শেষ দিকে কর্মীরা স্বাভাবিকভাবেই একটু দৃষ্টি ঘুরিয়ে নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। সেই সময় কর্মীদের দিকে আঙুল তুলে, ধমক দিয়ে, চিৎকার করে স্যালুট দিতে নির্দেশ দেওয়াটা দৃষ্টিকটু ছিল। এ জন্যই হাস্যরস তৈরি হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত