Ajker Patrika

ঘিওরে ট্রলার-বাল্কহেড সংঘর্ষে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ঘিওরে ট্রলার-বাল্কহেড সংঘর্ষে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে যাওয়ার সময় ট্রলারের সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন, জেলার সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের দানেজ আলীর ছেলে রফিক (৪০) ও সাটুরিয়া সদরের সেলিম হোসেনের ছেলে রাসেল (১৪)।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এই তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নদীতে দুই লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। ঘিওর থানার পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

ওসি আরও বলেন, দুর্ঘটনা কবলিত নৌযান দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গতকাল বুধবার সকালে মিলন মিয়া (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া দুর্ঘটনায় আহত চারজন মুমূর্ষু অবস্থায় মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে জেলার সাটুরিয়া উপজেলার কামতা ও গোলড়া এলাকা থেকে শিশুসহ ৬০ জন যাত্রী নিয়ে ট্রলারটি নৌভ্রমণে বের হয়। যমুনা নদীর শিবালয় ও দৌলতপুর উপজেলার মোহনায় বেড়ানো শেষে সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথে কুশুন্ডা এলাকায় রাত সাড়ে ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। তখন থেকে এই দুজন নিখোঁজ ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত