নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলের সিট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ইমতিয়াজ রাব্বির হলের সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
ইমতিয়াজের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জরুল হক। তিনি বলেন, ‘২৭ তারিখ রাতের ঘটনার কারণে ইমতিয়াজ রাহিমের হলের সিট বাতিল করা হয়েছিল। কিন্তু কেন বাতিল করেছিল, তাঁর ভুল কী, কোনো কিছু বলা হয়নি। হাইকোর্ট শুধু বিজ্ঞপ্তির সিট বাতিলের অংশটুকু স্টে করেছেন। আর তদন্ত কমিটি তদন্ত করতে পারবে।’ এর ফলে ইমতিয়াজ হলে থাকতে পারবেন বলে জানান তিনি।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইমতিয়াজ রাব্বির আবাসিক হলের সিট গত ২৯ মার্চ বাতিল করেছিল বুয়েট কর্তৃপক্ষ।
এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত ১ এপ্রিল স্থগিত করেন হাইকোর্টের একই বেঞ্চ। ওই রিটও করেছিলেন বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বি। একই সঙ্গে বুয়েটে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।
২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই ঘটনায় করা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সাজাপ্রাপ্তরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।
এদিকে গত ২৭ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে কিছু নেতা-কর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। সেই সঙ্গে আন্দোলনের ডাক দেন তাঁরা। আন্দোলনের অংশ হিসেবে তাঁরা টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করছেন।
অপর দিকে বুয়েটে ছাত্ররাজনীতি চালু করতে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ।
বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলের সিট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ইমতিয়াজ রাব্বির হলের সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
ইমতিয়াজের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জরুল হক। তিনি বলেন, ‘২৭ তারিখ রাতের ঘটনার কারণে ইমতিয়াজ রাহিমের হলের সিট বাতিল করা হয়েছিল। কিন্তু কেন বাতিল করেছিল, তাঁর ভুল কী, কোনো কিছু বলা হয়নি। হাইকোর্ট শুধু বিজ্ঞপ্তির সিট বাতিলের অংশটুকু স্টে করেছেন। আর তদন্ত কমিটি তদন্ত করতে পারবে।’ এর ফলে ইমতিয়াজ হলে থাকতে পারবেন বলে জানান তিনি।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইমতিয়াজ রাব্বির আবাসিক হলের সিট গত ২৯ মার্চ বাতিল করেছিল বুয়েট কর্তৃপক্ষ।
এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত ১ এপ্রিল স্থগিত করেন হাইকোর্টের একই বেঞ্চ। ওই রিটও করেছিলেন বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বি। একই সঙ্গে বুয়েটে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।
২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই ঘটনায় করা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সাজাপ্রাপ্তরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।
এদিকে গত ২৭ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে কিছু নেতা-কর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। সেই সঙ্গে আন্দোলনের ডাক দেন তাঁরা। আন্দোলনের অংশ হিসেবে তাঁরা টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করছেন।
অপর দিকে বুয়েটে ছাত্ররাজনীতি চালু করতে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক কর্মকর্তাকে জুতাপেটা করার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার প্রশাসনিক কর্মকর্তার কক্ষে ঢুকে তাঁকে প্রকাশ্যে জুতাপেটা করেন প্রকৌশল শাখার দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী মতিউর রহমান।
২৫ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে ঢাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করায় লালমনিরহাটের আলোচিত কলেজশিক্ষক মুকিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহান
২৬ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ চার নেতা আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌর শহরের ছোট যমুনা ব্রিজের পূর্ব প্রান্তে এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেপাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর প্রধান মহানগর আদালত-৩-এ তাঁকে তোলা হলে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন।
১ ঘণ্টা আগে