গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ধানখেতে পানি দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম শিলা বেগম। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ছয় ব্যক্তি।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ফলসী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, বোরো ধানখেতে পানি দেওয়া নিয়ে গতকাল সকালে শিলার স্বামী কওসার মোল্যার সঙ্গে জমির মালিক রবি মোল্যার বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনার জেরে রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় রবির লোকজন গৃহবধূ শিলা, তাঁর ছেলে লিমন, দেবরের স্ত্রী মারুফা খানম ও ননদ জামাই আজিম খানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ধানখেতে পানি দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের দুটি পরিবার ও তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকে অভিযান চলছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান বলেন, নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িত ব্যক্তিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ধানখেতে পানি দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম শিলা বেগম। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ছয় ব্যক্তি।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ফলসী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, বোরো ধানখেতে পানি দেওয়া নিয়ে গতকাল সকালে শিলার স্বামী কওসার মোল্যার সঙ্গে জমির মালিক রবি মোল্যার বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনার জেরে রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় রবির লোকজন গৃহবধূ শিলা, তাঁর ছেলে লিমন, দেবরের স্ত্রী মারুফা খানম ও ননদ জামাই আজিম খানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ধানখেতে পানি দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের দুটি পরিবার ও তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকে অভিযান চলছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান বলেন, নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িত ব্যক্তিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
দুর্নীতির অভিযোগে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে আদালত প্রাঙ্গণ। তাঁর অপসারণের দাবি জানিয়ে আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন তাঁর সঙ্গেই নিয়োগ পাওয়া পিপি, এপিপিসহ ৫০ জন আইনজীবী। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, এই পিপি আনিসুজ্জামানের সঙ্গে তাঁরা আর
৮ মিনিট আগেহেফাজতে ইসলামসহ নারীবিদ্বেষী বক্তব্য প্রদানকারী এবং নারীকে অবমাননা, লাঞ্ছনা ও কটুক্তিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। আজ মঙ্গলবার (৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান সংগঠনের নেতারা।
১২ মিনিট আগেসিলেটের জকিগঞ্জে বিয়ের কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম হুসাইন আহমদ তাপাদার বাবলু (২৫)। তিনি সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের মখলিছুর রহমান তাপাদারের ছেলে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা
১৮ মিনিট আগেসাতক্ষীরার দেবহাটায় বজ্রপাতে দেবব্রত ঘোষ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বনবিবতলাসংলগ্ন বিলে জমির ধান কেটে বাড়িতে ফেরার পথে প্রাণ হারান তিনি। দেবব্রত কোঁড়া পাকড়াতলা এলাকার শিতানাথ ঘোষের ছেলে। তিনি সাতক্ষীরার চায়না-বাংলা হাসপাতালের কর্মচারী ছিলেন।
২০ মিনিট আগে