বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক টিসিবির পণ্য সংগ্রহ করায় এলাকাবাসীর সমালোচনার মুখে পড়েন। বিষয়টি ইউএনও জানতে পেরে সংগৃহীত সেই পণ্য ফেরত দেওয়াসহ ওই চালককে কাজ থেকে অব্যাহতি দিয়েছেন।
আজ শনিবার বালিয়াকান্দি সদর ইউনিয়নের বাজারে ডিলার আব্দুল মান্নান খানের দোকান থেকে টিসিবি পণ্য হিসেবে দুই লিটার সয়াবিন তেল, এক কেজি করে ছোলা, চিনি ও দুই কেজি ডালের প্যাকেজ উত্তোলন করেছিলেন তিনি।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, ওই গাড়িচালকের নাম সেলিম খোন্দকার (৪৮)। সেলিম খোন্দকারের স্থায়ী ঠিকানা রাজবাড়ীর পাংশা পৌরসভায়। তিনি দীর্ঘদিন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমান তিনি পিআরএলে থাকলেও দায়িত্ব পালন করছেন ইউএনওর কার্যালয়ে। তিনি সর্বসাকল্য মাসে ৩৬ হাজার টাকা বেতন উত্তোলন করছেন।
টিসিবি পণ্য নিতে আসা সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের নজরুল ইসলাম নামের এক বাসিন্দা আজকের পত্রিকাকে জানান, তিনি যখন পণ্য নিয়ে বের হচ্ছিলেন, এ সময় ইউএনওর গাড়িচালক সেলিমকে টিসিবির প্যাকেজ পণ্য নিয়ে যেতে দেখেন। যেখানে এলাকার অতিদরিদ্র মানুষ টিসিবি পণ্য নিতে পারছে না, সেখানে একজন সরকারি চাকরিজীবী, সচ্ছল ব্যক্তি কীভাবে এই পণ্য নেন সেটি তাঁর প্রশ্ন।
সদর ইউনিয়নের টিসিবি পণ্যের ডিলার আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনও মহোদয়ের ড্রাইভার মাঝে মাঝেই পণ্য নিয়ে যান। আজ একটি কার্ড দেখিয়ে দুই লিটার সয়াবিন তেল, এক কেজি করে ছোলা, চিনি ও দুই কেজি ডালের প্যাকেজ তুলে নিয়েছে। আমাকে কার্ড দেখালে আমি পণ্য দিতে বাধ্য।’
এ ঘটনায় ইউএনওর গাড়িচালক সেলিম খোন্দকারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে টিসিবি পণ্য উত্তোলনের কথা অস্বীকার করেন। তবে পণ্য উত্তোলনের প্রমাণ থাকার কথা বললে তিনি বলেন, ‘আমি এখন গাড়িতে। বালিয়াকান্দি এসে দেখা করছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। শোনার সঙ্গে সঙ্গে আমি তাঁকে ডেকেছিলাম। অভিযোগের সত্যতা মেলায় তাঁকে পণ্য ফেরতের নির্দেশ প্রদান করেছি এবং আজ থেকে কাজে না আসার জন্য বলা হয়েছে। ড্রাইভার সেলিম যে কার্ডটি দিয়ে পণ্য উত্তোলন তা নিজের নামে না।’
ইউএনও আরও বলেন, ‘পাশাপাশি আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ডিলারকেও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা প্রতিটি কাগজপত্র দেখেশুনে পণ্য বিতরণ করেন।’
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক টিসিবির পণ্য সংগ্রহ করায় এলাকাবাসীর সমালোচনার মুখে পড়েন। বিষয়টি ইউএনও জানতে পেরে সংগৃহীত সেই পণ্য ফেরত দেওয়াসহ ওই চালককে কাজ থেকে অব্যাহতি দিয়েছেন।
আজ শনিবার বালিয়াকান্দি সদর ইউনিয়নের বাজারে ডিলার আব্দুল মান্নান খানের দোকান থেকে টিসিবি পণ্য হিসেবে দুই লিটার সয়াবিন তেল, এক কেজি করে ছোলা, চিনি ও দুই কেজি ডালের প্যাকেজ উত্তোলন করেছিলেন তিনি।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, ওই গাড়িচালকের নাম সেলিম খোন্দকার (৪৮)। সেলিম খোন্দকারের স্থায়ী ঠিকানা রাজবাড়ীর পাংশা পৌরসভায়। তিনি দীর্ঘদিন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমান তিনি পিআরএলে থাকলেও দায়িত্ব পালন করছেন ইউএনওর কার্যালয়ে। তিনি সর্বসাকল্য মাসে ৩৬ হাজার টাকা বেতন উত্তোলন করছেন।
টিসিবি পণ্য নিতে আসা সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের নজরুল ইসলাম নামের এক বাসিন্দা আজকের পত্রিকাকে জানান, তিনি যখন পণ্য নিয়ে বের হচ্ছিলেন, এ সময় ইউএনওর গাড়িচালক সেলিমকে টিসিবির প্যাকেজ পণ্য নিয়ে যেতে দেখেন। যেখানে এলাকার অতিদরিদ্র মানুষ টিসিবি পণ্য নিতে পারছে না, সেখানে একজন সরকারি চাকরিজীবী, সচ্ছল ব্যক্তি কীভাবে এই পণ্য নেন সেটি তাঁর প্রশ্ন।
সদর ইউনিয়নের টিসিবি পণ্যের ডিলার আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনও মহোদয়ের ড্রাইভার মাঝে মাঝেই পণ্য নিয়ে যান। আজ একটি কার্ড দেখিয়ে দুই লিটার সয়াবিন তেল, এক কেজি করে ছোলা, চিনি ও দুই কেজি ডালের প্যাকেজ তুলে নিয়েছে। আমাকে কার্ড দেখালে আমি পণ্য দিতে বাধ্য।’
এ ঘটনায় ইউএনওর গাড়িচালক সেলিম খোন্দকারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে টিসিবি পণ্য উত্তোলনের কথা অস্বীকার করেন। তবে পণ্য উত্তোলনের প্রমাণ থাকার কথা বললে তিনি বলেন, ‘আমি এখন গাড়িতে। বালিয়াকান্দি এসে দেখা করছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। শোনার সঙ্গে সঙ্গে আমি তাঁকে ডেকেছিলাম। অভিযোগের সত্যতা মেলায় তাঁকে পণ্য ফেরতের নির্দেশ প্রদান করেছি এবং আজ থেকে কাজে না আসার জন্য বলা হয়েছে। ড্রাইভার সেলিম যে কার্ডটি দিয়ে পণ্য উত্তোলন তা নিজের নামে না।’
ইউএনও আরও বলেন, ‘পাশাপাশি আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ডিলারকেও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা প্রতিটি কাগজপত্র দেখেশুনে পণ্য বিতরণ করেন।’
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এক চিকিৎসক ও রোগীর স্বজনের বিরুদ্ধে পরস্পরকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় বহির্বিভাগে চিকিৎসকদের কক্ষের সামনে এ ঘটনা ঘটে। এরপর হাসপাতালে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে চিকিৎসাসেবা।
১৫ মিনিট আগেশরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বলেন, ‘সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি টানা দেড় ঘণ্টা জ্যাম।’
২০ মিনিট আগেসড়ক দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন খাতের সর্বাত্মক সংস্কার প্রয়োজন। না হলে সড়কের বেপরোয়া হত্যাকাণ্ড থামানো সম্ভব নয়। এমনটি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ বুধবার (৬ আগস্ট) নোয়াখালীসহ সারাদেশে ঘটে যাওয়া দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই কথা বলেন।
২৩ মিনিট আগেঅনৈতিক কাজের অভিযোগে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের চিকিৎসক এ বি এম মারুফুল হাসানকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টার থেকে তাঁকে আটক করা হয়। এ সময় নারীকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
২৭ মিনিট আগে