নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ১৭টি জায়গাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে বিবেচনা করে আগামীকাল সোমবার থেকে সেসব এলাকায় মশা মারার ওষুধ ছিটাতে ঢাকার সিটি করপোরেশনের মেয়রদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিবেদনকে আমলে নিয়ে তিনি আজ রোববার সচিবালয়ে এক জরুরি বৈঠকে এই নির্দেশ দেন।
রামপুরা, মহাখালী, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, ক্যান্টনমেন্ট, সেগুনবাগিচা, কাকরাইল, পল্টন, খিলগাঁও, মিরপুর, বসুন্ধরা, মুগদা, বাসাবো, সবুজবাগ, বাড্ডা এবং মোহাম্মদপুরকে ডেঙ্গুর হটস্পট হিসেবে বিবেচনা করে সোমবার থেকে সেসব এলাকায় মশা নিধনের ওষুধ ছিটাতে ঢাকার দুই মেয়রকে নির্দেশ দেন মন্ত্রী।
ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন একটি পরিকল্পনা তৈরি করবে জানিয়ে তাজুল বলেন, তারা কীভাবে তা বাস্তবায়ন করছে সেই তথ্য মন্ত্রণালয়কে জানাতে হবে। মশক নিধনের ব্যাপারে সিটি করপোরেশনের কার্যক্রম তদারকিতে আমরা এবারও একটি সেল গঠন করেছি।
মন্ত্রী জানান, সিটি করপোরেশনে জনবলের সমস্যা থাকলে তা পূরণের ব্যবস্থা করা হবে। আউটসোর্সিংয়ের দরকার হলে তারও ব্যবস্থা করা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোর যদি টাকার দরকার হয় মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে। মশক নিধনের ওষুধের মজুত আছে, এবার ওষুধের কোয়ালিটি নিয়ে কোনো কথা আসেনি।
হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের নাম-ঠিকানা সরবরাহ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিকে নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী। সেই ঠিকানা ধরে ডেঙ্গু রোগীদের বাসা বা আশপাশের এলাকায় মশা নিধনের ওষুধ ছিটাতে সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সভায় উপস্থিত ছিলেন।
রাজধানীর ১৭টি জায়গাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে বিবেচনা করে আগামীকাল সোমবার থেকে সেসব এলাকায় মশা মারার ওষুধ ছিটাতে ঢাকার সিটি করপোরেশনের মেয়রদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিবেদনকে আমলে নিয়ে তিনি আজ রোববার সচিবালয়ে এক জরুরি বৈঠকে এই নির্দেশ দেন।
রামপুরা, মহাখালী, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, ক্যান্টনমেন্ট, সেগুনবাগিচা, কাকরাইল, পল্টন, খিলগাঁও, মিরপুর, বসুন্ধরা, মুগদা, বাসাবো, সবুজবাগ, বাড্ডা এবং মোহাম্মদপুরকে ডেঙ্গুর হটস্পট হিসেবে বিবেচনা করে সোমবার থেকে সেসব এলাকায় মশা নিধনের ওষুধ ছিটাতে ঢাকার দুই মেয়রকে নির্দেশ দেন মন্ত্রী।
ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন একটি পরিকল্পনা তৈরি করবে জানিয়ে তাজুল বলেন, তারা কীভাবে তা বাস্তবায়ন করছে সেই তথ্য মন্ত্রণালয়কে জানাতে হবে। মশক নিধনের ব্যাপারে সিটি করপোরেশনের কার্যক্রম তদারকিতে আমরা এবারও একটি সেল গঠন করেছি।
মন্ত্রী জানান, সিটি করপোরেশনে জনবলের সমস্যা থাকলে তা পূরণের ব্যবস্থা করা হবে। আউটসোর্সিংয়ের দরকার হলে তারও ব্যবস্থা করা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোর যদি টাকার দরকার হয় মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে। মশক নিধনের ওষুধের মজুত আছে, এবার ওষুধের কোয়ালিটি নিয়ে কোনো কথা আসেনি।
হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের নাম-ঠিকানা সরবরাহ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিকে নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী। সেই ঠিকানা ধরে ডেঙ্গু রোগীদের বাসা বা আশপাশের এলাকায় মশা নিধনের ওষুধ ছিটাতে সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সভায় উপস্থিত ছিলেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহাবুল ইসলাম সাবু নামের এক বিএনপি নেতার গুদাম থেকে ১১৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) বেলা ২টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারের একটি গুদাম থেকে চালগুলো উদ্ধার করে প্রশাসন।
২৩ মিনিট আগেবরিশালের ঝালকাঠিতে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা। মঙ্গলবার (৬ মে) সকালে ঝালকাঠি কেন্দ্রীয় কারাগারে উপস্থিত হয়ে বিক্ষোভ করেন কয়েক শ চাকরিপ্রত্যাশী।
২৫ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় শিক্ষকের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিনকে গণপিটুনি দিয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
৩০ মিনিট আগেসিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম চৌধুরী হত্যা মামলায় তাঁর ছেলেসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগীয় স্পেশাল জজকোর্টের বিচারক মো. শাহাদাত হোসেন প্রামাণিক এ রায় দেন।
৩৫ মিনিট আগে