Ajker Patrika

চাঁদ দেখা সাপেক্ষে আগামীকালের টিকিট বিক্রি করবে রেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২: ৫৩
চাঁদ দেখা সাপেক্ষে আগামীকালের টিকিট বিক্রি করবে রেল

ঈদযাত্রায় সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করেছে রেল। গত ৫ এপ্রিল থেকে সেই অগ্রিম টিকিটের ঈদযাত্রা শুরু হয়। শেষ হচ্ছে আজ মঙ্গলবার। তবে ঈদ আগামীকাল বুধবার নাকি বৃহস্পতিবার, তা এখনো ঠিক না হওয়ায় আগামীকালের টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়নি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ চাঁদ দেখা সাপেক্ষে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে। 

আজ মঙ্গলবার চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বুধবারের টিকিট বিক্রি হবে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেন, ‘আজ ঈদের চাঁদ দেখা না গেলে ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই আগামীকালের টিকিট বিক্রি শুরু হবে। এখন যে কয়টা ট্রেন যে সময়ে চলছে, আগামীকালও একইভাবে চলবে।’ 

এর আগে, গত ২৪ মার্চ শুরু হয় ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তগামী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। শেষ হয় ৩০ মার্চ। আর ৩ এপ্রিল থেকে শুরু হয় ঢাকা ফেরার অগ্রিম টিকিট বিক্রি, যা আজ শেষ হবে। তবে কাল ঈদ হলে আগামী ১১ ও ১২ তারিখের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর কাল ঈদ না হলে আগামী ১০ ও ১২ তারিখের টিকিট বিক্রি করা হবে বলেও জানান মাসুদ সারওয়ার। 

এদিকে, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রেনের ওপর চাপ বেড়েছে। বিপুল পরিমাণ যাত্রী ট্রেনের ছাদে করে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন। এ বিষয়ে মাসুদ সারওয়ার আরও বলেন, ‘গতকাল কিছু বিশেষ অঞ্চলের ট্রেনে ব্যাপক চাপ ছিল। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকেরা একসঙ্গে এসে উঠেছেন। আজ সকালে উত্তরাঞ্চলের ট্রেন রংপুর এক্সপ্রেসেও অনেক চাপ পড়েছে। এ ছাড়া পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসেও ব্যাপক চাপ লক্ষ করা গেছে।’ 

মাসুদ সারওয়ার আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু উৎসবমুখর পরিস্থিতির বাস্তবতায় তাদের ছাদ থেকে নামানো যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত