আইন সংশোধন
শহীদুল ইসলাম, ঢাকা
রাজধানীসহ সারা দেশেই সড়কে বিশৃঙ্খলার অন্যতম একটি কারণ ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিন চাকার যান। ঢাকার প্রধান সড়কগুলোতেও এখন দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা। এ কারণে প্রায়ই দুর্ঘটনাও ঘটছে। এসব কারণে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছিলেন অটোরিকশাচালকেরা। এখন সেই অটোরিকশাকেই লাইসেন্স দিতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, ঢাকার দুই সিটি করপোরেশনকে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দেওয়ার ক্ষমতা দিতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর তফসিলের একটি অনুচ্ছেদ সংশোধন করে এই ক্ষমতা দেওয়া হবে।
অনেকেই বলছেন, লাইসেন্স না থাকার পরও ঢাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট চলছে। অনিয়ন্ত্রিত এসব যান মাঝেমধ্যেই দুর্ঘটনায় পড়ছে। লাইসেন্স দিয়ে এসব ঝুঁকিপূর্ণ তিন চাকার যানকে বৈধতা দেওয়া হলে এগুলোর সংখ্যা ও দাপট আরও বেড়ে যাবে। লাইসেন্সধারী অটোরিকশার পাশাপাশি অবৈধ রিকশাও থাকবে।
তিন চাকার যানবাহনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা, নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি, ইজিবাইক ও পাখির কোনো নিবন্ধন নেই। এর মধ্যে সারা দেশে কতসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে, তার সুনির্দিষ্ট তথ্যও সরকারের কাছে নেই। তবে বেসরকারি বিভিন্ন সংগঠনের তথ্যানুযায়ী, সারা দেশে ৪৮ থেকে ৫০ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, ২০১৯ সাল থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত তিন চাকার এসব যানের দুর্ঘটনায় নিহত হয়েছে ৬ হাজার ৪২২ জন।
গত ১৯ নভেম্বর হাইকোর্ট তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। এরপর সড়ক ও রেলপথ অবরোধ করে নজিরবিহীন বিক্ষোভ করেন অটোরিকশাচালকেরা। উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর হাইকোর্টের ওই আদেশের ওপর স্থিতাবস্থা দেন চেম্বার আদালত।
সূত্র জানায়, ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে আদালতের নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ একটি কমিটি করে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী আন্তমন্ত্রণালয় সভায় সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে লাইসেন্স দেওয়ার ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য বিদ্যমান আইনের তৃতীয় তফসিলের ১৯-এর ২ অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করা হয়।
ওই অনুচ্ছেদে বলা আছে, ‘কোনো ব্যক্তি করপোরেশন কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতীত নগরীতে মোটরগাড়ি ছাড়া অন্য কোনো সাধারণ যানবাহন রাখিতে, ভাড়া দিতে বা চালাইতে পারিবে না।’ এই অনুচ্ছেদ সংশোধন করে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দেওয়ার এখতিয়ার ঢাকার দুই সিটি করপোরেশনের হাতে ন্যস্ত করার প্রস্তাব করা হয়। পরে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া করে তা পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের এ-সংক্রান্ত কমিটিতে পাঠায়। এই কমিটি শিগগির বৈঠক করে খসড়াটি চূড়ান্ত করবে। এরপর এটি পাসের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে।
স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা বলেন, সিটি করপোরেশনের হাতে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্সের ক্ষমতা দেওয়ার পর কীভাবে তাদের লাইসেন্স দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা নেবে সিটি করপোরেশন। লাইসেন্স নিতে একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে। এরপর লাইসেন্স ছাড়া ব্যাটারিচালিত কোনো অটোরিকশা ঢাকা মহানগরীতে চলতে দেওয়া হবে না। এসব যানকে লাইসেন্সের আওতায় আনার পর এগুলোকে নিয়ন্ত্রণ করা সহজ হবে।
ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দেওয়ার বিষয়ে পুলিশ, সিটি করপোরেশন, বিআরটিএসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সভা করে স্থানীয় সরকার বিভাগ। সড়ক পরিবহন আইন অনুযায়ী মোটরযানের লাইসেন্স দেওয়ার ক্ষমতা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হাতে রয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশায় লাইসেন্স দেওয়ার এখতিয়ার সিটি করপোরেশনের হাতে দিলে আইনি কোনো জটিলতা হবে কি না, ওই সভায় সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয় বলে একজন কর্মকর্তা জানান।
আরও খবর পড়ুন:
রাজধানীসহ সারা দেশেই সড়কে বিশৃঙ্খলার অন্যতম একটি কারণ ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিন চাকার যান। ঢাকার প্রধান সড়কগুলোতেও এখন দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা। এ কারণে প্রায়ই দুর্ঘটনাও ঘটছে। এসব কারণে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছিলেন অটোরিকশাচালকেরা। এখন সেই অটোরিকশাকেই লাইসেন্স দিতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, ঢাকার দুই সিটি করপোরেশনকে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দেওয়ার ক্ষমতা দিতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর তফসিলের একটি অনুচ্ছেদ সংশোধন করে এই ক্ষমতা দেওয়া হবে।
অনেকেই বলছেন, লাইসেন্স না থাকার পরও ঢাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট চলছে। অনিয়ন্ত্রিত এসব যান মাঝেমধ্যেই দুর্ঘটনায় পড়ছে। লাইসেন্স দিয়ে এসব ঝুঁকিপূর্ণ তিন চাকার যানকে বৈধতা দেওয়া হলে এগুলোর সংখ্যা ও দাপট আরও বেড়ে যাবে। লাইসেন্সধারী অটোরিকশার পাশাপাশি অবৈধ রিকশাও থাকবে।
তিন চাকার যানবাহনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা, নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি, ইজিবাইক ও পাখির কোনো নিবন্ধন নেই। এর মধ্যে সারা দেশে কতসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে, তার সুনির্দিষ্ট তথ্যও সরকারের কাছে নেই। তবে বেসরকারি বিভিন্ন সংগঠনের তথ্যানুযায়ী, সারা দেশে ৪৮ থেকে ৫০ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, ২০১৯ সাল থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত তিন চাকার এসব যানের দুর্ঘটনায় নিহত হয়েছে ৬ হাজার ৪২২ জন।
গত ১৯ নভেম্বর হাইকোর্ট তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। এরপর সড়ক ও রেলপথ অবরোধ করে নজিরবিহীন বিক্ষোভ করেন অটোরিকশাচালকেরা। উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর হাইকোর্টের ওই আদেশের ওপর স্থিতাবস্থা দেন চেম্বার আদালত।
সূত্র জানায়, ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে আদালতের নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ একটি কমিটি করে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী আন্তমন্ত্রণালয় সভায় সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে লাইসেন্স দেওয়ার ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য বিদ্যমান আইনের তৃতীয় তফসিলের ১৯-এর ২ অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করা হয়।
ওই অনুচ্ছেদে বলা আছে, ‘কোনো ব্যক্তি করপোরেশন কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতীত নগরীতে মোটরগাড়ি ছাড়া অন্য কোনো সাধারণ যানবাহন রাখিতে, ভাড়া দিতে বা চালাইতে পারিবে না।’ এই অনুচ্ছেদ সংশোধন করে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দেওয়ার এখতিয়ার ঢাকার দুই সিটি করপোরেশনের হাতে ন্যস্ত করার প্রস্তাব করা হয়। পরে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া করে তা পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের এ-সংক্রান্ত কমিটিতে পাঠায়। এই কমিটি শিগগির বৈঠক করে খসড়াটি চূড়ান্ত করবে। এরপর এটি পাসের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে।
স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা বলেন, সিটি করপোরেশনের হাতে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্সের ক্ষমতা দেওয়ার পর কীভাবে তাদের লাইসেন্স দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা নেবে সিটি করপোরেশন। লাইসেন্স নিতে একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে। এরপর লাইসেন্স ছাড়া ব্যাটারিচালিত কোনো অটোরিকশা ঢাকা মহানগরীতে চলতে দেওয়া হবে না। এসব যানকে লাইসেন্সের আওতায় আনার পর এগুলোকে নিয়ন্ত্রণ করা সহজ হবে।
ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দেওয়ার বিষয়ে পুলিশ, সিটি করপোরেশন, বিআরটিএসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সভা করে স্থানীয় সরকার বিভাগ। সড়ক পরিবহন আইন অনুযায়ী মোটরযানের লাইসেন্স দেওয়ার ক্ষমতা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হাতে রয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশায় লাইসেন্স দেওয়ার এখতিয়ার সিটি করপোরেশনের হাতে দিলে আইনি কোনো জটিলতা হবে কি না, ওই সভায় সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয় বলে একজন কর্মকর্তা জানান।
আরও খবর পড়ুন:
ভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
০১ জানুয়ারি ১৯৭০জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আপনাদের এই জমায়েত আমাদের বিশ্বাস করায়, যারা এখন মামলা বাণিজ্য করছেন, যারা চাঁদাবাজি করছেন, তাঁদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকতে
৩৬ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলায় লাথি মেরে জেবিন আক্তার (৩০) নামের এক নারীকে হত্যার অভিযোগে উঠেছে। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামীকে আটক করেছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছেন অফিসগামী যাত্রীরা। শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ঘট
২ ঘণ্টা আগে