Ajker Patrika

ঢাবির হলের পুকুরপাড়ে ৪ গলাকাটা বিড়ালছানা, ক্যাম্পাসে ক্ষোভ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৩, ১৯: ৫৫
ঢাবির হলের পুকুরপাড়ে ৪ গলাকাটা বিড়ালছানা, ক্যাম্পাসে ক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্‌দীন হলের মাঠসংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু হলের পুকুরপাড়ে চারটি গলাকাটা বিড়ালছানা পড়ে থাকতে দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন মহল। অ্যানিমেল ওয়েলফেয়ার টিম অব ঢাকা ইউনিভার্সিটি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিষয়ে তথ্য জানানোর অনুরোধ করেছে। 

বিষয়টি জাতির জনক বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেনের কানেও গেছে। তিনি তদন্ত করে দোষীকে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে কোনো একসময় বিড়ালছানাগুলো হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে কেউ। সকালে এই বীভৎস দৃশ্য সবার নজরে আসে। তবে কে এমন কাজ করছে, সে ব্যাপারে কেউ কোনো ধারণা দিতে পারেননি। 

অ্যানিমেল ওয়েলফেয়ার টিম অব ঢাকা ইউনিভার্সিটির ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে, ‘এখনো আমরা হেরে বসে আছি। কারণ, এই ছোট জানগুলোর নৃশংস হত্যার বিচার আমরা কারও কাছে দিতে পারিনি, এই সাইকোপ্যাথ যদি ঐদিকের কোনো এক অন্ধকার রাস্তায় কোনো আপুর ক্ষতি করে তখন নিশ্চয়ই বাকিদের টনক নড়বে? ছোট বাচ্চাগুলোকে যে বা যারা এভাবে গলা কেটে মারতে পারে, তারা আর যাই হোক মানুষ না! এই হত্যাকাণ্ড নিয়ে কারও কাছে কোনো ইনফো থাকলে দয়া করে আমাদের ইনবক্স করুন, আমরা ব্যবস্থা নিতে চাই।’

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী আসিফ মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘খুবই মর্মান্তিক একটি ঘটনার সাক্ষী হলাম আমরা। যে বা যারা এই কাজটি করেছে, তাদের মানসিক চিকিৎসা প্রয়োজন। আমি আমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই, এমন কিছু যেন আর আমাদের দেখতে না হয়। প্রয়োজন হলে আলাদা দপ্তর করা হোক। এমন মৃত্যু কাম্য নয়। এই নিরীহ প্রাণীদের রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে।’

কবি জসীমউদ্‌দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহিন খান বলেন, ‘বিড়ালছানাগুলো জসীমউদ্‌দীন হলের কি না, সে বিষয়ে বলতে পারব না। তবে এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, তাদের শাস্তির আওতায় আনতে চেষ্টা করছি।’ 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জসীমউদ্‌দীন হলের প্রাধ্যক্ষের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি, একটি সমন্বয় কমিটি গঠন করে বিষয়টির তদন্ত করা হবে এবং দোষীদের শাস্তির আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত