Ajker Patrika

ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

নরসিংদীতে ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের চাকশাল মাঠে এ ঘটনা ঘটে। 

পাঁচদোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন-সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকার তাহের আলীর ছেলে বিজয় মিয়া (১৭) ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর এলাকার কবির মিয়া (২৭)। 

আহত দুজন হলেন–সিরাজ মিয়া ও সৌরভ। তাঁরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

স্থানীয়রা জানান, কয়েকজন কৃষক ও শ্রমিক চাকশাল মাঠে ধান কাটা শেষে মাড়াইয়ের কাজ করছিলেন। সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে কবির মিয়া নামের এক শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিজয় মিয়া নামের একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিরাজ মিয়া ও সৌরভ আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত