Ajker Patrika

সাইবার অপরাধ বিষয়ে নারীদের সচেতন হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাইবার অপরাধ বিষয়ে নারীদের সচেতন হওয়ার আহ্বান

নারী ও পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই পুরুষের পাশাপাশি নারীকেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। আর বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তিতে পিছিয়ে থেকে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীকে তথ্য প্রযুক্তিতে পারদর্শী হতে হবে। সেই সঙ্গে সাইবার অপরাধ সম্পর্কেও সচেতন থাকতে হবে। 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের কমিউনিটি পপ অব কালার আয়োজিত নারী সম্মেলন সর্বজয়া ২০২৩-এ এসব কথা বলেন বক্তারা। আজ শুক্রবার বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সর্বজয়া সম্মেলনে অংশগ্রহণ করেন বিভিন্ন খাতের দেড় শতাধিক নারী। অনুষ্ঠানে বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের নিয়ে ৫টি সেশন অনুষ্ঠিত হয়। নারীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে আয়োজিত হয় মানসিক স্বাস্থ্য সেশন যেখানে বক্তা হিসেবে ছিলেন লাইফ স্প্রিংয়ের প্রেসিডেন্ট ইয়াহিয়া আমিন। 

ঐশানির আলো সেশনে বক্তব্য দেন আইনজীবী পিয়া জান্নাতুল। সাইবার ক্রাইম বিষয়ক সচেতনতা তৈরির সেশনে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাসির উল্লাহ অভি। নারীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা মুনির হাসান। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাসির উল্লাহ অভি বলেন, ‘অনেকেই এখন ডিজিটাল ডিভাইস ব্যবহার করেন। কিন্তু এর নিরাপত্তা সম্পর্কে তারা জানেন না। সাইবার জগতের নিরাপত্তা এবং সাইবার অপরাধ সম্পর্কে নারীদের আরও সচেতন হতে হবে।’ 

সর্বজয়া ২০২৩ সম্পর্কে আয়োজক পপ অব কালারের প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মিম বলেন, ‘নারীদের উন্নয়নই দেশের উন্নয়ন; তাই পুরুষের পাশাপাশি নারীদেরও সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন হওয়া দরকার। নারীদের উন্নয়নে নিশ্চিত করতে তাদের স্বাবলম্বী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। পপ অফ কালার একজন নারীকে স্বাবলম্বী হওয়ার জন্য সব ধরনের সকল সহায়তা করে থাকে। নারী দিবসের এই আয়োজনে আমরা সফল নারীদের গল্প শুনি এবং নিজেদের উজ্জীবিত করি, যারা পিছিয়ে আছে তাদের সামনে এগিয়ে নিয়ে আসার সাহায্য করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত