Ajker Patrika

ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ২২: ১৬
ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ

রাজবাড়ীর পাংশায় গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জালাল উদ্দিন বিশ্বাসের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন তাঁর সমর্থকেরা। 

বিক্ষোভ মিছিলটি পাংশা ট্যাম্পুস্ট্যান্ড থেকে বের হয়। কালীবাড়ি মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি কালীকাড়ি মোড়ে এসে শেষ হয়। সেখানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল ওহাব মণ্ডল, বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমান আলী সরদার, সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল আল বাহার বিশ্বাস, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নাজমুল হাকিম রুমি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. কামাল আল মামুন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত