ঢাবি প্রতিনিধি
ঢাকা কলেজে দুই সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মীকে হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন। আগামী ১৬ অক্টোবরের মধ্যে বহিষ্কৃতদের হল থেকে বের করে দিতে হল কমিটিকে নির্দেশনা দিয়েছে কলেজ প্রশাসন।
আজ বুধবার বহিষ্কারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
বহিষ্কৃত ছাত্রলীগের কর্মীরা হলেন—রাউফুর রহমান সোহেল, এবিএম আলামিন, সজিব আহসান, আবরার হোসাইন সাগর, সৈয়দ আব্দুল্লাহ শুভ ও ফাহমিদ হাসান পলাশ। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের এই ছয় কর্মীকে গত ৩০ সেপ্টেম্বর বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম ইলিয়াসকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন। কমিটির তদন্তের সুপারিশের ভিত্তিতে তাদেরকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছিল, কমিটির রিপোর্টের সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবরের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হল প্রশাসনকে বলে দেওয়া হয়েছে।’
গত ২৭ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের নেতা রাউফুর রহমান সোহেলের অনুসারীরা ঢাকা কলেজে প্রতিদিনের ক্যাম্পাস নিউজ পোর্টালের প্রতিনিধি ফয়সাল আহমেদকে মারধর করেন। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর রাউফুর সোহেল তাঁর অনুসারীদের নিয়ে বাংলা ট্রিবিউনের কলেজ প্রতিনিধি ওবাইদুরকে মারধর করেন। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘেঁটে দেখেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সাংবাদিক ফয়সালকে নির্যাতনের তথ্য কোথায় দিয়েছেন, তা খুঁজে দেখে ওবাইদুরকে লাঠি দিয়ে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে ওবাইদুরের স্বজনেরা এসে ছাত্রলীগ নেতাদের হাত থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যান। অবশেষে এ ঘটনায় ৬ জনকে হল থেকে বহিষ্কার করেছে কলেজ প্রশাসন।
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এ জেড ভূঁইয়া আনাস বলেন, ‘প্রশাসনকে নির্যাতনকারীদের ছাত্রত্ব বাতিল, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি ও হলে গেস্টরুম কালচার বন্ধের দাবি জানিয়েছিলাম। প্রশাসন তাদেরকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা এখনো দোষীদের ছাত্রত্ব বাতিল, সাংবাদিকতারা পরিবেশ সৃষ্টি ও গেস্টরুম কালচার বন্ধের দাবি করছি।’
ঢাকা কলেজে দুই সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মীকে হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন। আগামী ১৬ অক্টোবরের মধ্যে বহিষ্কৃতদের হল থেকে বের করে দিতে হল কমিটিকে নির্দেশনা দিয়েছে কলেজ প্রশাসন।
আজ বুধবার বহিষ্কারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
বহিষ্কৃত ছাত্রলীগের কর্মীরা হলেন—রাউফুর রহমান সোহেল, এবিএম আলামিন, সজিব আহসান, আবরার হোসাইন সাগর, সৈয়দ আব্দুল্লাহ শুভ ও ফাহমিদ হাসান পলাশ। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের এই ছয় কর্মীকে গত ৩০ সেপ্টেম্বর বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম ইলিয়াসকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন। কমিটির তদন্তের সুপারিশের ভিত্তিতে তাদেরকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছিল, কমিটির রিপোর্টের সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবরের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হল প্রশাসনকে বলে দেওয়া হয়েছে।’
গত ২৭ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের নেতা রাউফুর রহমান সোহেলের অনুসারীরা ঢাকা কলেজে প্রতিদিনের ক্যাম্পাস নিউজ পোর্টালের প্রতিনিধি ফয়সাল আহমেদকে মারধর করেন। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর রাউফুর সোহেল তাঁর অনুসারীদের নিয়ে বাংলা ট্রিবিউনের কলেজ প্রতিনিধি ওবাইদুরকে মারধর করেন। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘেঁটে দেখেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সাংবাদিক ফয়সালকে নির্যাতনের তথ্য কোথায় দিয়েছেন, তা খুঁজে দেখে ওবাইদুরকে লাঠি দিয়ে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে ওবাইদুরের স্বজনেরা এসে ছাত্রলীগ নেতাদের হাত থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যান। অবশেষে এ ঘটনায় ৬ জনকে হল থেকে বহিষ্কার করেছে কলেজ প্রশাসন।
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এ জেড ভূঁইয়া আনাস বলেন, ‘প্রশাসনকে নির্যাতনকারীদের ছাত্রত্ব বাতিল, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি ও হলে গেস্টরুম কালচার বন্ধের দাবি জানিয়েছিলাম। প্রশাসন তাদেরকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা এখনো দোষীদের ছাত্রত্ব বাতিল, সাংবাদিকতারা পরিবেশ সৃষ্টি ও গেস্টরুম কালচার বন্ধের দাবি করছি।’
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উন্নয়নকাজে চরম ধীরগতি ও সেবায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ঠিকাদারেরা। তাঁদের অভিযোগ, বিল পরিশোধে দীর্ঘসূত্রতার কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যত থমকে আছে। কোথাও কোথাও কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে শহরে ট্রাফিক জ্যাম বেড়েছে। নাগরিক সেবায়ও ভোগান্তি চরমে পৌঁছেছে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
১ ঘণ্টা আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
২ ঘণ্টা আগেঅবৈধ দখলে অস্তিত্বের সংকটে পড়েছে গাজীপুরের ‘ফুসফুস’ খ্যাত বেলাই বিল। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিল ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী ‘নর্থ সাউথ’ ও ‘তেপান্তর’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আঁধারে শুরু হওয়া এই দখলের কাজ এখন দিনের আলোতেও চলছে। স্থানীয় প্রশাসন এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
২ ঘণ্টা আগে