ঢাবি প্রতিনিধি
ঢাকা কলেজে দুই সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মীকে হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন। আগামী ১৬ অক্টোবরের মধ্যে বহিষ্কৃতদের হল থেকে বের করে দিতে হল কমিটিকে নির্দেশনা দিয়েছে কলেজ প্রশাসন।
আজ বুধবার বহিষ্কারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
বহিষ্কৃত ছাত্রলীগের কর্মীরা হলেন—রাউফুর রহমান সোহেল, এবিএম আলামিন, সজিব আহসান, আবরার হোসাইন সাগর, সৈয়দ আব্দুল্লাহ শুভ ও ফাহমিদ হাসান পলাশ। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের এই ছয় কর্মীকে গত ৩০ সেপ্টেম্বর বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম ইলিয়াসকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন। কমিটির তদন্তের সুপারিশের ভিত্তিতে তাদেরকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছিল, কমিটির রিপোর্টের সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবরের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হল প্রশাসনকে বলে দেওয়া হয়েছে।’
গত ২৭ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের নেতা রাউফুর রহমান সোহেলের অনুসারীরা ঢাকা কলেজে প্রতিদিনের ক্যাম্পাস নিউজ পোর্টালের প্রতিনিধি ফয়সাল আহমেদকে মারধর করেন। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর রাউফুর সোহেল তাঁর অনুসারীদের নিয়ে বাংলা ট্রিবিউনের কলেজ প্রতিনিধি ওবাইদুরকে মারধর করেন। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘেঁটে দেখেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সাংবাদিক ফয়সালকে নির্যাতনের তথ্য কোথায় দিয়েছেন, তা খুঁজে দেখে ওবাইদুরকে লাঠি দিয়ে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে ওবাইদুরের স্বজনেরা এসে ছাত্রলীগ নেতাদের হাত থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যান। অবশেষে এ ঘটনায় ৬ জনকে হল থেকে বহিষ্কার করেছে কলেজ প্রশাসন।
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এ জেড ভূঁইয়া আনাস বলেন, ‘প্রশাসনকে নির্যাতনকারীদের ছাত্রত্ব বাতিল, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি ও হলে গেস্টরুম কালচার বন্ধের দাবি জানিয়েছিলাম। প্রশাসন তাদেরকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা এখনো দোষীদের ছাত্রত্ব বাতিল, সাংবাদিকতারা পরিবেশ সৃষ্টি ও গেস্টরুম কালচার বন্ধের দাবি করছি।’
ঢাকা কলেজে দুই সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মীকে হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন। আগামী ১৬ অক্টোবরের মধ্যে বহিষ্কৃতদের হল থেকে বের করে দিতে হল কমিটিকে নির্দেশনা দিয়েছে কলেজ প্রশাসন।
আজ বুধবার বহিষ্কারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
বহিষ্কৃত ছাত্রলীগের কর্মীরা হলেন—রাউফুর রহমান সোহেল, এবিএম আলামিন, সজিব আহসান, আবরার হোসাইন সাগর, সৈয়দ আব্দুল্লাহ শুভ ও ফাহমিদ হাসান পলাশ। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের এই ছয় কর্মীকে গত ৩০ সেপ্টেম্বর বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম ইলিয়াসকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন। কমিটির তদন্তের সুপারিশের ভিত্তিতে তাদেরকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছিল, কমিটির রিপোর্টের সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবরের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হল প্রশাসনকে বলে দেওয়া হয়েছে।’
গত ২৭ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের নেতা রাউফুর রহমান সোহেলের অনুসারীরা ঢাকা কলেজে প্রতিদিনের ক্যাম্পাস নিউজ পোর্টালের প্রতিনিধি ফয়সাল আহমেদকে মারধর করেন। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর রাউফুর সোহেল তাঁর অনুসারীদের নিয়ে বাংলা ট্রিবিউনের কলেজ প্রতিনিধি ওবাইদুরকে মারধর করেন। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘেঁটে দেখেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সাংবাদিক ফয়সালকে নির্যাতনের তথ্য কোথায় দিয়েছেন, তা খুঁজে দেখে ওবাইদুরকে লাঠি দিয়ে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে ওবাইদুরের স্বজনেরা এসে ছাত্রলীগ নেতাদের হাত থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যান। অবশেষে এ ঘটনায় ৬ জনকে হল থেকে বহিষ্কার করেছে কলেজ প্রশাসন।
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এ জেড ভূঁইয়া আনাস বলেন, ‘প্রশাসনকে নির্যাতনকারীদের ছাত্রত্ব বাতিল, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি ও হলে গেস্টরুম কালচার বন্ধের দাবি জানিয়েছিলাম। প্রশাসন তাদেরকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা এখনো দোষীদের ছাত্রত্ব বাতিল, সাংবাদিকতারা পরিবেশ সৃষ্টি ও গেস্টরুম কালচার বন্ধের দাবি করছি।’
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৩ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৪ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৪ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৪ ঘণ্টা আগে