সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় সড়কের যানবাহন আটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নানা স্লোগান দেন তাঁরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা এই অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা স্থানীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধর করে তাঁদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
মহাসড়কে অবস্থানরত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোটরসাইকেলে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দাবি আদায়ের জন্য নেমেছি, কোনো প্রকার বিশৃঙ্খলা করার জন্য না। আমরা কাউকে ভয় করি না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, আমরা এর বিচার চাই। আমরা যৌক্তিক আন্দোলন করছি। আমরা রাজাকার নই, আমরা স্টুডেন্ট।’
সরেজমিনে দেখা গেছে, শতাধিক শিক্ষার্থী কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা ১১টার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কে অবস্থান করেন তাঁরা।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কর্মসূচি হিসেবে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় সড়কের যানবাহন আটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নানা স্লোগান দেন তাঁরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা এই অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা স্থানীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধর করে তাঁদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
মহাসড়কে অবস্থানরত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোটরসাইকেলে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দাবি আদায়ের জন্য নেমেছি, কোনো প্রকার বিশৃঙ্খলা করার জন্য না। আমরা কাউকে ভয় করি না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, আমরা এর বিচার চাই। আমরা যৌক্তিক আন্দোলন করছি। আমরা রাজাকার নই, আমরা স্টুডেন্ট।’
সরেজমিনে দেখা গেছে, শতাধিক শিক্ষার্থী কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা ১১টার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কে অবস্থান করেন তাঁরা।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কর্মসূচি হিসেবে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে যাওয়ার রাস্তাটিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কে টানা কয়েকদিনের বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হয়। এতে করে
৪ ঘণ্টা আগেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাস্তি পাচ্ছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এসব হামলার তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশ করা ১০২ জনের শাস
৫ ঘণ্টা আগেময়মনসিংহে নির্মিত হচ্ছে বহুল প্রত্যাশিত হাই-টেক পার্ক। তবে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের জেরে গত বছরের ৫ আগস্টের পর থমকে যায় প্রকল্পের কাজ। সাত মাস বন্ধ থাকার পর এখন ধীরগতিতে চলছে পার্কটির নির্মাণ। ইতিমধ্যে এক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পর আরেক দফা বৃদ্ধির আবেদন করা হয়েছে। তবে পুরোদমে কাজ শুরু করা না
৫ ঘণ্টা আগেএকপশলা বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় বেনাপোল স্থলবন্দরে। টানা বৃষ্টি হলে তো কথাই নেই। পণ্যাগারে পানি ঢুকে নষ্ট হয় শত শত কোটি টাকার আমদানি পণ্য। ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা, ভোগান্তি বাড়ে শ্রমিকদের।
৫ ঘণ্টা আগে