Ajker Patrika

‘জননী সাহসিকা’ কবি সুফিয়া কামালের ২৪তম মৃত্যুবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ২১: ৫০
‘জননী সাহসিকা’ কবি সুফিয়া কামালের ২৪তম মৃত্যুবার্ষিকী উদ্‌যাপন

‘জননী সাহসিকা’ কবি সুফিয়া কামাল ছিলেন নারী আন্দোলনের পুরোধা। মানুষকে বৈষম্যহীনভাবে ভালোবাসতেন তিনি। সম্পূর্ণ বৈষম্যহীনভাবে মানুষের প্রতি তাঁর মায়া-মমতা-দরদই তাঁকে সবার চেয়ে আলাদা করেছে।

আজ সোমবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও সাঁঝের মায়া ট্রাস্টের যৌথ আয়োজনে প্রয়াত ‘জননী সাহসিকা’ কবি সুফিয়া কামালের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। রাজধানীর ধানমন্ডিতে সাঁঝের মায়া ট্রাস্টের আঙিনায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এমএসএফের প্রতিষ্ঠাতা ও সাঁঝের মায়া ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল অনুষ্ঠানটি পরিচালনা করেন। তিনি বলেন, কবি সুফিয়া কামাল ছিলেন একজন সংগঠক, নারী আন্দোলনের পুরোধা, মহিলা পরিষদের সভাপতি, প্রতিবন্ধী মানুষের জন্য সংগঠন।

সুলতানা কামাল বলেন, ‘কবি সুফিয়া কামালের যা কিছু প্রাপ্তি তাঁর জন্য আমার বাবার সমর্থন ও সহযোগিতা ছিল অপরিসীম। বাবার প্রতিও কৃতজ্ঞা জানাচ্ছি।’

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্মৃতিচারণা করেন কবি সুফিয়া কামালের অত্যন্ত কাছের তাহমিনা খান, বদিউদ্দিন নাজির, বিনু আউয়াল, আবুল মনসুর, সৈয়দ আবুল বারাক আলভী, প্রফেসর ড. তানজিমউদ্দিন খান, মহিলা পরিষদের জয়ন্তি রায় প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশবিদ শরীফ জামিল, শিক্ষক ও গবেষক আব্দুল্লাহ আল মোহনসহ বিভিন্ন সংগঠন থেকে আগত স্বজনেরা।

আবৃত্তি ও গানে অংশগ্রহণ করেন অদিতি দত্ত, আফিয়া জাহিন রাজকন্যা, ফেরদৌসি রহমান, মাহবুবা সুলতানা লিমা, স্বার্থ, সামিয়া আরিফিন, লাকী, তামান্না ও মুমতাহিনা।

সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি কবিকন্যা সাঈদা কামাল। বক্তারা সমাজ উন্নয়নে কবি সুফিয়া কামালের অবদান, তাঁর জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত