নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে পোশাকশ্রমিকেরা রোজার মাসে কর্মঘণ্টা কমানো, পারিশ্রমিক বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আজ সোমবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
পৌর এলাকার উলাইলে ডায়নামিক সোয়েটারের শ্রমিকেরা এই বিক্ষোভ করেন। সেই সঙ্গে আন্দোলনে যুক্ত না হওয়ায় তাঁরা পাশের একটি পোশাক কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন।
মহাসড়ক অবরোধের কারণে উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগের শিকার হন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।
একই দাবিতে ডায়নামিক সোয়েটারের শ্রমিকেরা গতকাল রোববার রাতেও বিক্ষোভ করেছিলেন। পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোজা শুরু হওয়ার আগে থেকেই শ্রমিকেরা বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ তাঁদের দাবি না মানায় রোববার রাতে তাঁরা বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয়।
আজ সোমবার সকালে ডায়নামিকের শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে পুনরায় তাঁদের দাবি জানাতে থাকেন। একপর্যায়ে তাঁরা সকাল ১০টার দিকে কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পাশের আনলিমা গার্মেন্টসের শ্রমিকদের তাঁদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। কিন্তু সারা না পেয়ে তাঁরা সেখানে হামলা চালান। তাঁরা বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন এবং একপর্যায়ে কারখানার ভেতরে ঢুকে পড়েন। পরে আনলিমার শ্রমিকেরা ধাওয়া করে তাঁদের বের করে দেন।
সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পুলিশ কর্মকর্তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকেরা দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ডায়নামিকের শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
ঢাকার সাভারে পোশাকশ্রমিকেরা রোজার মাসে কর্মঘণ্টা কমানো, পারিশ্রমিক বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আজ সোমবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
পৌর এলাকার উলাইলে ডায়নামিক সোয়েটারের শ্রমিকেরা এই বিক্ষোভ করেন। সেই সঙ্গে আন্দোলনে যুক্ত না হওয়ায় তাঁরা পাশের একটি পোশাক কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন।
মহাসড়ক অবরোধের কারণে উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগের শিকার হন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।
একই দাবিতে ডায়নামিক সোয়েটারের শ্রমিকেরা গতকাল রোববার রাতেও বিক্ষোভ করেছিলেন। পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোজা শুরু হওয়ার আগে থেকেই শ্রমিকেরা বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ তাঁদের দাবি না মানায় রোববার রাতে তাঁরা বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয়।
আজ সোমবার সকালে ডায়নামিকের শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে পুনরায় তাঁদের দাবি জানাতে থাকেন। একপর্যায়ে তাঁরা সকাল ১০টার দিকে কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পাশের আনলিমা গার্মেন্টসের শ্রমিকদের তাঁদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। কিন্তু সারা না পেয়ে তাঁরা সেখানে হামলা চালান। তাঁরা বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন এবং একপর্যায়ে কারখানার ভেতরে ঢুকে পড়েন। পরে আনলিমার শ্রমিকেরা ধাওয়া করে তাঁদের বের করে দেন।
সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পুলিশ কর্মকর্তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকেরা দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ডায়নামিকের শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২০ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
২৭ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩১ মিনিট আগে