Ajker Patrika

সাভারে রোজায় কর্মঘণ্টা কমানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভার পৌর এলাকার উলাইলে পোশাকশ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
ঢাকার সাভার পৌর এলাকার উলাইলে পোশাকশ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে পোশাকশ্রমিকেরা রোজার মাসে কর্মঘণ্টা কমানো, পারিশ্রমিক বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আজ সোমবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

পৌর এলাকার উলাইলে ডায়নামিক সোয়েটারের শ্রমিকেরা এই বিক্ষোভ করেন। সেই সঙ্গে আন্দোলনে যুক্ত না হওয়ায় তাঁরা পাশের একটি পোশাক কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন।

মহাসড়ক অবরোধের কারণে উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগের শিকার হন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।

একই দাবিতে ডায়নামিক সোয়েটারের শ্রমিকেরা গতকাল রোববার রাতেও বিক্ষোভ করেছিলেন। পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোজা শুরু হওয়ার আগে থেকেই শ্রমিকেরা বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ তাঁদের দাবি না মানায় রোববার রাতে তাঁরা বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয়।

আজ সোমবার সকালে ডায়নামিকের শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে পুনরায় তাঁদের দাবি জানাতে থাকেন। একপর্যায়ে তাঁরা সকাল ১০টার দিকে কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পাশের আনলিমা গার্মেন্টসের শ্রমিকদের তাঁদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। কিন্তু সারা না পেয়ে তাঁরা সেখানে হামলা চালান। তাঁরা বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন এবং একপর্যায়ে কারখানার ভেতরে ঢুকে পড়েন। পরে আনলিমার শ্রমিকেরা ধাওয়া করে তাঁদের বের করে দেন।

সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পুলিশ কর্মকর্তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকেরা দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ডায়নামিকের শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত