Ajker Patrika

নারী ইউএনওর ছবি দিয়ে ফেসবুক আইডি, থানায় অভিযোগ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 
কাপাসিয়ায় ইউএনওর ছবি দিয়ে ফেসবুক আইডি। ছবি: সংগৃহীত
কাপাসিয়ায় ইউএনওর ছবি দিয়ে ফেসবুক আইডি। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীমের ছবি ব্যবহার করে ‘কাপাসিয়ার নিউজ’ নামে ফেসবুক আইডি থেকে রাজনৈতিক পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার সন্ধ্যায় কাপাসিয়া থানায় এ বিষয়ে মৌখিক অভিযোগ দিয়েছেন ইউএনও।

জানা গেছে, ‘কাপাসিয়ার নিউজ’ নামে ওই ফেসবুক আইডি চলমান রয়েছে। ফেসবুক আইডিটির প্রোফাইল ছবিতে দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যরত একটি ছবি। সেই সঙ্গে আইডিটির কাভার ছবিটিতে দেখা যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গাজীপুর জেলা বিএনপির নেতাদের ছবি।

জানতে চাইলে ইউএনও তামান্না তাসনীম বলেন, এভাবে অন্যের ছবি বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কোনো আইডি বা ফেসবুক পেজ আমি ও আমার অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যবহার করি না। কেউ তা দেখে বিভ্রান্ত হবেন না।

কাপাসিয়ায় ইউএনওর ছবি দিয়ে ফেসবুক আইডি। ছবি: সংগৃহীত
কাপাসিয়ায় ইউএনওর ছবি দিয়ে ফেসবুক আইডি। ছবি: সংগৃহীত

এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ইউএনও মহোদয় বিষয়টি আমাকে জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যে ফেসবুকে আইডিটি কে ব্যবহার করছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত