Ajker Patrika

দুই বাসের মধ্যে চাপা পড়ে ব্যবসায়ী নিহত, বাসে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদরে দুর্ঘটনার পর বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ছবি: আজকের পত্রিকা
গোপালগঞ্জ সদরে দুর্ঘটনার পর বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জ সদরে দুই বাসের মধ্যে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত ও আরেকজন আহত হয়েছেন। এ সময় একটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড় বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবি সরকার (৬০) মুকসুদপুর উপজেলার বাককুড়া গ্রামের বাসিন্দা। তিনি গোপালগঞ্জ শহরে ফার্নিচারের ব্যবসা করতেন। আহত ব্যক্তির নাম মিল্টু বিশ্বাস (৫৫)।

বৌলতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, খুলনা থেকে আসা বরিশালগামী নয়ন পরিবহনের একটি বাস দুপুরে সাতপাড় এলাকায় থেমে যাত্রী ওঠাচ্ছিল। বাসটির পেছনে ছিলেন মোটরসাইকেল আরোহী রবি ও মিল্টু। এ সময় পেছন থেকে টেকেরহাটগামী রিয়াদ পরিবহনের একটি লোকাল বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

দুই বাসের মধ্যে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী রবি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মিল্টু। পরে তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা ১টার দিকে যান চলাচল শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

দেশে এল স্টারলিংক: কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে, কীভাবে করবেন

যৌথ পরিবারে কোরবানি কার ওপর ওয়াজিব

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত