মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে বাবুল হাওলাদার নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় ১৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় দেন।
জানা গেছে, একটি চাঁদাবাজি মামলার সাক্ষী ছিলেন রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের বাবুল। এরই জেরে ২০১৫ সালের ৪ জানুয়ারি তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। ৬ জানুয়ারি ৪২ জনের নামে রাজৈর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বড় ছেলে ইমরান হাওলাদার। মামলায় গতকাল বিকেলে শাখারপাড় এলাকার সাহেবালী মুন্সি (৬৫), খোকন মুন্সি (৪৫), সাহাবুদ্দিন মুন্সি (৫৮), লাবলু মুন্সি (৫৮) ও হান্নান মুন্সিকে (৫৮) যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়। জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হলে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ ছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে। মামলার রায়ের সময় হান্নান মুন্সি ছাড়া সাজাপ্রাপ্ত ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নিহতের ছোট ছেলে আসাদুল হাওলাদার বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট হইনি। আমরা উচ্চ আদালতে ন্যায়বিচার পাব বলে প্রত্যাশা করছি।’
আসামিপক্ষের আইনজীবী ফয়জুর রহমান হিরু বলেন, ‘এই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে। ন্যায়বিচারের স্বার্থে আমরা এই আপিল করব।’
মাদারীপুরের রাজৈরে বাবুল হাওলাদার নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় ১৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় দেন।
জানা গেছে, একটি চাঁদাবাজি মামলার সাক্ষী ছিলেন রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের বাবুল। এরই জেরে ২০১৫ সালের ৪ জানুয়ারি তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। ৬ জানুয়ারি ৪২ জনের নামে রাজৈর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বড় ছেলে ইমরান হাওলাদার। মামলায় গতকাল বিকেলে শাখারপাড় এলাকার সাহেবালী মুন্সি (৬৫), খোকন মুন্সি (৪৫), সাহাবুদ্দিন মুন্সি (৫৮), লাবলু মুন্সি (৫৮) ও হান্নান মুন্সিকে (৫৮) যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়। জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হলে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ ছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে। মামলার রায়ের সময় হান্নান মুন্সি ছাড়া সাজাপ্রাপ্ত ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নিহতের ছোট ছেলে আসাদুল হাওলাদার বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট হইনি। আমরা উচ্চ আদালতে ন্যায়বিচার পাব বলে প্রত্যাশা করছি।’
আসামিপক্ষের আইনজীবী ফয়জুর রহমান হিরু বলেন, ‘এই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে। ন্যায়বিচারের স্বার্থে আমরা এই আপিল করব।’
চট্টগ্রামে পুলিশের পাহারায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালানো ১৩ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন জলদস্যু বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম রফিক উল্লাহ (৩৪)। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার মফিজুর রহমানের ছেলে।
১৪ মিনিট আগেনোয়াখালীর সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের আমিশাপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বাজারের ছোট বড় নয়টি দোকান পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
১৬ মিনিট আগেট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় তিনজন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসা দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
৩৫ মিনিট আগেচুয়াডাঙ্গার দর্শনার জয়নগর চেকপোস্ট পুলিশ কনস্টেবল শামীম হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে দর্শনার জয়নগর চেকপোস্টের পুলিশ ব্যারাকে তাঁর শোয়ার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগে