Ajker Patrika

অবৈধ মাটি ব্যবসার প্রতিবাদ করায় যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 

মানিকগঞ্জ ও ঘিওর প্রতিনিধি
অবৈধ মাটি ব্যবসার প্রতিবাদ করায় যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রাস্তা থেকে তুলে নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে। গতকাল রোববার রাতে উপজেলার কলিয়া ইউনিয়নের উয়াইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্বজনদের দাবি, অবৈধভাবে মাটিবাহী ট্রাক চলাচল করার কারণে এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিবাদ করেছিলেন ওই যুবক। এর জেরে মাটি ব্যবসায়ী এই হত্যাকাণ্ড ঘটান। 

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য। 

নিহত যুবক মো. ঝন্টু মিয়া ওরফে সোহাগ (২৫) উপজেলার কলিয়া ইউনিয়নের উয়াউল পূর্বপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় ইজিবাইকের চালক ছিলেন। 

অভিযুক্ত জাকির হোসেন একই গ্রামের বাসিন্দা নেদুন মিয়ার ছেলে। তিনি পেশায় মাটি ব্যবসায়ী। 

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মাটিবাহী গাড়ি চলাচলের কারণে ঝন্টুর বাড়ির সামনে পাকা সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নিয়ে জাকির হোসেনের কাছে গিয়ে প্রতিবাদ জানান ঝন্টু। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিরোধের জেরে গতকাল রাত আটটার দিকে ঝন্টুকে রাস্তা থেকে তুলে ঈদগা মাঠে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ঝন্টু গত রোববার রাত আটটার দিকে কলিয়া বাজার থেকে বাড়ি আসছিলেন। তাঁর নিজ গ্রাম ঈদগাঁও মাঠের সামনে আসলে একই গ্রামের জাকির, তাঁর ছেলে জাহিদ ও তাঁর ৮–৯ জন সহযোগীরা মিলে বেধড়ক লাঠিপেটা করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

কলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম সিদ্দিকুর রহমান বলেন, ‘গতকাল রাত আনুমানিক ৮টার দিকে জাহিদ ও তার ৮–৯ জন সহযোগী মিলে ঝন্টুকে লাঠিপেটা করে হত্যা করেছে বলে শুনেছি। পরে গ্রামের মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে ঝন্টুর মৃতদেহ নিয়ে যায়।’ 

নিহত ঝন্টুর প্রতিবেশী (চাচাতো চাচা) আমিনুর রহমান বলেন, এলাকায় মাটির ব্যবসার কারণে রাস্তাঘাট নষ্ট হওয়ায় ঝন্টু প্রতিবাদ করে। গতকাল রাত আটটার দিকে বাড়ির সামনের রাস্তা থেকে জাকির ও তার বেশ কয়েকজন সহযোগী ঝন্টুকে ধরে নিয়ে পাশের ঈদগা মাঠে যান। এরপর সেখানে লাঠি দিয়ে পিটিয়ে এবং ইট দিয়ে থেঁতলে ঝন্টুকে হত্যা করে তারা। থেকে মাস দেড়েক আগে ঝন্টুদের বাড়ির সামনের রাস্তা নষ্ট করে মাটিবোঝাই ট্রলি চলানোর কারণে জাহিদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। সেই রাগেই এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান। 

ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির হোসেন পলাতক আছেন। অভিযোগের বিষয়ে জানতে আজ বিকেলে তাঁর মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়। 

দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন, জেলার কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে আজ সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে মরদেহ দাফন করা হয়েছে। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। 

তিনি বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির হোসেন পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত জাকির হোসেনকে প্রধান আসামি এবং সহযোগীদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত