Ajker Patrika

উত্তরায় র‍্যাবের গাড়িতে হামলা, গুরুতর আহত অবস্থায় এক সদস্য উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৮: ৫৮
উত্তরায় র‍্যাবের গাড়িতে হামলা, গুরুতর আহত অবস্থায় এক সদস্য উদ্ধার

উত্তরার বিএনএস সেন্টারের সামনের রাস্তায় এক র‍্যাবের গাড়িতে আক্রমণ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় গাড়ির চালকের আসনে থাকা এক র‍্যাব সদস্য গণপিটুনির শিকার হয়েছেন। পর গুরত্বর আহত অবস্থায় ওই র‍্যাব সদস্যকে উদ্ধার করেছে র‍্যাবের একটি ইউনিট। 

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ওই র‍্যাব সদস্য একজন কনস্টেবল। তাঁর নাম অমিত। নাম প্রকাশ না করার শর্তে এক র‍্যাব কর্মকর্তা জানিয়েছেন, কনস্টেবল অমিতের অবস্থা এখন আশঙ্কাজনক। 

এদিকে উত্তরা পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন বৃহস্পতিবার বিকেলে ইউনিফর্ম পরে কর্মস্থলে যাওয়ার পথে আন্দোলনকারীদের হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন একই থানার এক পুলিশ কর্মকর্তা। তিনি জানান, হামলার পর এএসআই মহিউদ্দিনকে হাসপাতালেও নিতে দেয়নি আন্দোলনকারীরা। তাঁরা তাঁকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ফেলে রেখেছে। 

উত্তরা পূর্ব থানায় ডাম্পিং করা ট্রাকেও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। উত্তরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত