নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ‘চাঁদাবাজদের’ কথিত তালিকায় জামায়াতে ইসলামীর নাম আসায় তীব্র আপত্তি জানিয়েছে দলটি। আজ মঙ্গলবার জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির ড. কেরামত আলী ও সেক্রেটারি মু. ইমাজ উদ্দিন মণ্ডল এক যৌথ বিবৃতিতে এর প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিটি পাঠিয়েছেন মহানগরীর সহকারী সেক্রেটারি শাহাদৎ হোসাইন।
এর কয়েক দিন আগে ১২৩ জনের একটি তালিকা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। এতে ‘চাঁদাবাজ’ হিসেবে ১২৩ জনের নাম উল্লেখ করা হয়। এই তালিকার ছয়জনের নামের পাশে জামায়াতের কর্মী হিসেবে উল্লেখ করা হয়। এই তালিকা নিয়ে গতকাল সোমবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে তালিকাটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্প্রতি ফেসবুকসহ কিছু অনলাইন পোর্টালে ‘‘রাজশাহীর ১২৩ জন চাঁদাবাজ’’ শীর্ষক তালিকায় ছয়জনের নামের পাশে জামায়াতের কর্মী হিসেবে উল্লেখ করে যেসব আজগুবি ও অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কাল্পনিক এই ১২৩ জন চাঁদাবাজের তালিকা কতটুকু সঠিক ও নির্ভরযোগ্য, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ, তালিকাটি কারা তৈরি করেছে, সেটার উল্লেখ নেই।’
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ‘আইনশৃঙ্খলা বাহিনীও এই তালিকার ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি। মূলত জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যেই কোনো কুচক্রী মহল এই অপপ্রচার চালিয়েছে। ছড়িয়ে পড়া তথাকথিত এই চাঁদাবাজের তালিকায় যাঁদের নামের পাশে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে, সেখানে জামায়াতে ইসলামীর কোনো জনশক্তির নাম, পিতা ও ঠিকানার সঙ্গে কোনো মিল নেই। তাঁরা জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর কোনো পর্যায়ের জনশক্তিও নন।
‘এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, কোনো প্রকার চাঁদাবাজের সঙ্গে জামায়াতে ইসলামীর দূরতমও কোনো সম্পর্ক নেই। চাঁদাবাজদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সর্বদা সোচ্চার ও কঠোর ভূমিকা পালন করে আসছে। জামায়াতে ইসলামীর কোনো জনশক্তি চাঁদাবাজি করে না এবং কাউকে তা করতেও দেবে না। এ দেশের মাটি ও মানুষের হৃদয়ের মধ্যে জামায়াতে ইসলামী রয়েছে। ফলে অপপ্রচার চালিয়ে ভাবমর্যাদা ক্ষুণ্ন করা যাবে না।’
বিবৃতিতে এই ‘অপপ্রচার’ চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে উদাত্ত আহ্বান জানানো হয়।
রাজশাহীতে ‘চাঁদাবাজদের’ কথিত তালিকায় জামায়াতে ইসলামীর নাম আসায় তীব্র আপত্তি জানিয়েছে দলটি। আজ মঙ্গলবার জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির ড. কেরামত আলী ও সেক্রেটারি মু. ইমাজ উদ্দিন মণ্ডল এক যৌথ বিবৃতিতে এর প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিটি পাঠিয়েছেন মহানগরীর সহকারী সেক্রেটারি শাহাদৎ হোসাইন।
এর কয়েক দিন আগে ১২৩ জনের একটি তালিকা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। এতে ‘চাঁদাবাজ’ হিসেবে ১২৩ জনের নাম উল্লেখ করা হয়। এই তালিকার ছয়জনের নামের পাশে জামায়াতের কর্মী হিসেবে উল্লেখ করা হয়। এই তালিকা নিয়ে গতকাল সোমবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে তালিকাটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্প্রতি ফেসবুকসহ কিছু অনলাইন পোর্টালে ‘‘রাজশাহীর ১২৩ জন চাঁদাবাজ’’ শীর্ষক তালিকায় ছয়জনের নামের পাশে জামায়াতের কর্মী হিসেবে উল্লেখ করে যেসব আজগুবি ও অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কাল্পনিক এই ১২৩ জন চাঁদাবাজের তালিকা কতটুকু সঠিক ও নির্ভরযোগ্য, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ, তালিকাটি কারা তৈরি করেছে, সেটার উল্লেখ নেই।’
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ‘আইনশৃঙ্খলা বাহিনীও এই তালিকার ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি। মূলত জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যেই কোনো কুচক্রী মহল এই অপপ্রচার চালিয়েছে। ছড়িয়ে পড়া তথাকথিত এই চাঁদাবাজের তালিকায় যাঁদের নামের পাশে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে, সেখানে জামায়াতে ইসলামীর কোনো জনশক্তির নাম, পিতা ও ঠিকানার সঙ্গে কোনো মিল নেই। তাঁরা জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর কোনো পর্যায়ের জনশক্তিও নন।
‘এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, কোনো প্রকার চাঁদাবাজের সঙ্গে জামায়াতে ইসলামীর দূরতমও কোনো সম্পর্ক নেই। চাঁদাবাজদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সর্বদা সোচ্চার ও কঠোর ভূমিকা পালন করে আসছে। জামায়াতে ইসলামীর কোনো জনশক্তি চাঁদাবাজি করে না এবং কাউকে তা করতেও দেবে না। এ দেশের মাটি ও মানুষের হৃদয়ের মধ্যে জামায়াতে ইসলামী রয়েছে। ফলে অপপ্রচার চালিয়ে ভাবমর্যাদা ক্ষুণ্ন করা যাবে না।’
বিবৃতিতে এই ‘অপপ্রচার’ চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে উদাত্ত আহ্বান জানানো হয়।
বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরে অন্যদেরও বদলি করা হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের...
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব...
৩ ঘণ্টা আগেযশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্টধারী আরজিনা খাতুন নামের ক্যানসারে আক্রান্ত এক রোগীকে জীবননাশের হুমকি দিয়ে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চিহ্নিত ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার ভ্রমণ ট্যাক্স কাটার নাম করে বেনাপোল বন্দর বাস টার্মিনাল থেকে ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী ডালিম ও তার দলবল।
৪ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাতে আবারও জলাবদ্ধতার শিকার হয়েছে যশোরের ভবদহ অঞ্চল। যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত ৪৫টি গ্রামের বসতবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ডুবে গেছে পানিতে। দীর্ঘদিনের নদী-নালা খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে বছর বছর এমন দুর্ভোগে পড়ছে স্থানীয়রা।
৪ ঘণ্টা আগে