নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিচার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিচারকেরা। তাঁরা বলেছেন, ছিনতাইকারী, মাদক পাচারকারীসহ পেশাদার অপরাধীদের বিরুদ্ধে করা মামলার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে। এটি হলে সমাজে অপরাধের কমবে এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়বে।
আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টের মিলনায়তনে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে এ কথা বলেন বক্তারা।
সিএমএম রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ।
কনফারেন্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) বিভিন্ন জোনের উপপুলিশ কমিশনার, ২৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পিবিআই, র্যাব, দুদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারাগার, আইনজীবী সমিতি, বিভিন্ন হাসপাতালের প্রতিনিধি ও বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, ‘দ্রুততর সময়ে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার।’ এই অঙ্গীকার পূরণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে ও আইনের বিধান অনুসরণ করে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ ইমরুল কেএম ইমরুল কায়েশ বলেন, ‘মানি লন্ডারিং আইন, দুদক ও মাদক আইনের মামলার ক্ষেত্রে প্রয়োজনে তদন্তকারী সংস্থাগুলোর সমন্বিত তদন্ত দরকার।’
সভাপতির ভাষণে সিএমএম রেজাউল করিম চৌধুরীর বলেন, ‘তদন্ত প্রতিবেদন মামলার ভিত্তি রচনা করে দেয়। এ কারণে তদন্তকাজে তদারকি কর্মকর্তার নজরদারি বাড়ানো দরকার।’ দ্রুততর সময়ের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা তালিম, সাক্ষীর উপস্থিতি বাড়ানো, আলামত হাজির করা, আলামত নিষ্পত্তি ইত্যাদি বিষয়ে তাগিদ ও নানা দিক নির্দেশনা দেন তিনি।
বিচার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিচারকেরা। তাঁরা বলেছেন, ছিনতাইকারী, মাদক পাচারকারীসহ পেশাদার অপরাধীদের বিরুদ্ধে করা মামলার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে। এটি হলে সমাজে অপরাধের কমবে এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়বে।
আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টের মিলনায়তনে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে এ কথা বলেন বক্তারা।
সিএমএম রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ।
কনফারেন্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) বিভিন্ন জোনের উপপুলিশ কমিশনার, ২৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পিবিআই, র্যাব, দুদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারাগার, আইনজীবী সমিতি, বিভিন্ন হাসপাতালের প্রতিনিধি ও বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, ‘দ্রুততর সময়ে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার।’ এই অঙ্গীকার পূরণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে ও আইনের বিধান অনুসরণ করে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ ইমরুল কেএম ইমরুল কায়েশ বলেন, ‘মানি লন্ডারিং আইন, দুদক ও মাদক আইনের মামলার ক্ষেত্রে প্রয়োজনে তদন্তকারী সংস্থাগুলোর সমন্বিত তদন্ত দরকার।’
সভাপতির ভাষণে সিএমএম রেজাউল করিম চৌধুরীর বলেন, ‘তদন্ত প্রতিবেদন মামলার ভিত্তি রচনা করে দেয়। এ কারণে তদন্তকাজে তদারকি কর্মকর্তার নজরদারি বাড়ানো দরকার।’ দ্রুততর সময়ের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা তালিম, সাক্ষীর উপস্থিতি বাড়ানো, আলামত হাজির করা, আলামত নিষ্পত্তি ইত্যাদি বিষয়ে তাগিদ ও নানা দিক নির্দেশনা দেন তিনি।
চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ও চাহিদার মধ্যে প্রতিদিন ৫ কোটি লিটারের ফারাক। অনেক জায়গায় সুপেয় পানির জন্য হাহাকার করছে নগরবাসী। কিন্তু মানুষের ভোগান্তিকে দূরে ঠেলে নতুন মোবাইল কেনা এবং ভ্রমণ বিলাসে মেতেছেন ওয়াসার কর্মকর্তারা। সংস্থার ৯১ কর্মকর্তার জন্য মোবাইল ফোন কেনা এবং ২২
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি একফোঁটা পানি। প্রকল্পের কাজ কাগজ-কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি ‘শূন্য’। ঠিকাদারি প্রত
২ ঘণ্টা আগেসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে