Ajker Patrika

সমন্বয়ের মাধ্যমে দ্রুত সময়ে ন্যায়বিচার নিশ্চিত করার তাগিদ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মার্চ ২০২২, ২৩: ০৯
Thumbnail image

বিচার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিচারকেরা। তাঁরা বলেছেন, ছিনতাইকারী, মাদক পাচারকারীসহ পেশাদার অপরাধীদের বিরুদ্ধে করা মামলার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে। এটি হলে সমাজে অপরাধের কমবে এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়বে। 

আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টের মিলনায়তনে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে এ কথা বলেন বক্তারা। 

সিএমএম রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ। 

police-2কনফারেন্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) বিভিন্ন জোনের উপপুলিশ কমিশনার, ২৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পিবিআই, র‍্যাব, দুদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারাগার, আইনজীবী সমিতি, বিভিন্ন হাসপাতালের প্রতিনিধি ও বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, ‘দ্রুততর সময়ে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার।’ এই অঙ্গীকার পূরণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে ও আইনের বিধান অনুসরণ করে কাজ করার জন্য আহ্বান জানান তিনি। 

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ ইমরুল কেএম ইমরুল কায়েশ বলেন, ‘মানি লন্ডারিং আইন, দুদক ও মাদক আইনের মামলার ক্ষেত্রে প্রয়োজনে তদন্তকারী সংস্থাগুলোর সমন্বিত তদন্ত দরকার।’ 

police-1সভাপতির ভাষণে সিএমএম রেজাউল করিম চৌধুরীর বলেন, ‘তদন্ত প্রতিবেদন মামলার ভিত্তি রচনা করে দেয়। এ কারণে তদন্তকাজে তদারকি কর্মকর্তার নজরদারি বাড়ানো দরকার।’ দ্রুততর সময়ের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা তালিম, সাক্ষীর উপস্থিতি বাড়ানো, আলামত হাজির করা, আলামত নিষ্পত্তি ইত্যাদি বিষয়ে তাগিদ ও নানা দিক নির্দেশনা দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত