Ajker Patrika

ধামরাই ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাই ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে মাথায় ও গায়ে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন বঞ্চিত নেতা-কর্মীরা। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। তাঁদের দাবি টাকার বিনিময়ে এই কমিটিতে ছাত্রদল, বিবাহিত, শ্রমিক ও জঙ্গি মামলার ফাঁসির আসামির ভাই ও ছাত্র শিবিরের কর্মী এবং দশম শ্রেণির ছাত্রদের পদ দেওয়া হয়েছে।

আজ সোমবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে ধামরাই থানা বাসস্ট্যান্ডে ধামরাই প্রেসক্লাবের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

এ সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় রাস্তার উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার রাস্তা যানজট সৃষ্টি হয়। পরে ধামরাই থানা-পুলিশ এসে তাঁদের সরিয়ে দিয়ে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করে। 

আন্দোলনে নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ১০ লাখ টাকার বিনিময়ে জামিল হোসেনকে ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ দিয়েছেন। কিন্তু এই জামিল ছাত্রদল করেছেন, তার বয়স নেই এবং তিনি বিবাহিত। তিনি দীর্ঘদিন বিদেশে শ্রমিক হিসেবে কাজ করছেন, তিনি পদ পেলে শ্রমিক লীগে পদ পাবেন। ছাত্রলীগের গঠনতন্ত্র সব বাদ দিয়ে টাকাতন্ত্র দিয়ে তিনি সভাপতি হয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা। 

বক্তারা আরও বলেন, ‘শুধু তাই নয় জঙ্গি মামলার ফাঁসির আসামির ভাই শিবিরকর্মী আব্দুল্লাহ আশ শাবিবকে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ দেওয়া হয়েছে। মোটা অঙ্কের টাকা ছাড়া তো এইরকম কাজ করার কথা না। ছাত্রলীগে কখনো জামাত শিবির, বিবাহিত ছাত্রদলের নেতা পদ পেতে পারে না। টাকার বিনিময়ে কেন তাদের পদ দেওয়া হলো। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে এর জবাব চাই।’ 

ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম গত শুক্রবার (৪ নভেম্বর) ১০ লাখ টাকার বিনিময়ে জামিলকে উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ দেন। জামিল ছাত্রদল করেছে, প্রবাসে কর্মরত ছিল, সে বিবাহিত। এ ছাড়াও আব্দুল্লাহ আশ শাবিব একজন শিবির ক্যাডার। তাকে দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদকের পদ। অথচ শাবিবের দুই ভাই জঙ্গি মামলার আসামি। যদি অতিশিগগিরই এই অবৈধ পকেট কমিটি বাতিল না করলে আমরা আমরণ অনশন করব।’ 

নেতা-কর্মীদের সরিয়ে দিয়ে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করে ধামরাই থানা-পুলিশধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল রুবেল বলেন, ‘অবিলম্বে টাকার বিনিময়ে জঙ্গি, ছাত্রদল থেকে আসা এই পকেট কমিটি বাতিল না করলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। প্রয়োজন হলে আগামীকাল থেকেই আমরা আমরণ অনশনে বসব।’ 

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি জামিল হোসেন মোবাইলে বলেন, ‘যারা এসব করেছে তারা পদপ্রার্থী ছিল। কিন্তু সবাই তো পদে আসবে না। তারা অযথা ভিত্তিহীন কথা ছড়াচ্ছে। পদ না পেয়ে তারা বেপরোয়া হয়ে উঠেছে।’ 

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, ‘মহাসড়ক অবরোধ করে আন্দোলন করায় যানজটের সৃষ্টি হয়েছিল। আমরা এসে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করেছি। এতে কোনো ধরনের সমস্যা হয়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত