ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে মাথায় ও গায়ে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন বঞ্চিত নেতা-কর্মীরা। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। তাঁদের দাবি টাকার বিনিময়ে এই কমিটিতে ছাত্রদল, বিবাহিত, শ্রমিক ও জঙ্গি মামলার ফাঁসির আসামির ভাই ও ছাত্র শিবিরের কর্মী এবং দশম শ্রেণির ছাত্রদের পদ দেওয়া হয়েছে।
আজ সোমবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে ধামরাই থানা বাসস্ট্যান্ডে ধামরাই প্রেসক্লাবের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় রাস্তার উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার রাস্তা যানজট সৃষ্টি হয়। পরে ধামরাই থানা-পুলিশ এসে তাঁদের সরিয়ে দিয়ে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করে।
আন্দোলনে নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ১০ লাখ টাকার বিনিময়ে জামিল হোসেনকে ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ দিয়েছেন। কিন্তু এই জামিল ছাত্রদল করেছেন, তার বয়স নেই এবং তিনি বিবাহিত। তিনি দীর্ঘদিন বিদেশে শ্রমিক হিসেবে কাজ করছেন, তিনি পদ পেলে শ্রমিক লীগে পদ পাবেন। ছাত্রলীগের গঠনতন্ত্র সব বাদ দিয়ে টাকাতন্ত্র দিয়ে তিনি সভাপতি হয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, ‘শুধু তাই নয় জঙ্গি মামলার ফাঁসির আসামির ভাই শিবিরকর্মী আব্দুল্লাহ আশ শাবিবকে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ দেওয়া হয়েছে। মোটা অঙ্কের টাকা ছাড়া তো এইরকম কাজ করার কথা না। ছাত্রলীগে কখনো জামাত শিবির, বিবাহিত ছাত্রদলের নেতা পদ পেতে পারে না। টাকার বিনিময়ে কেন তাদের পদ দেওয়া হলো। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে এর জবাব চাই।’
ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম গত শুক্রবার (৪ নভেম্বর) ১০ লাখ টাকার বিনিময়ে জামিলকে উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ দেন। জামিল ছাত্রদল করেছে, প্রবাসে কর্মরত ছিল, সে বিবাহিত। এ ছাড়াও আব্দুল্লাহ আশ শাবিব একজন শিবির ক্যাডার। তাকে দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদকের পদ। অথচ শাবিবের দুই ভাই জঙ্গি মামলার আসামি। যদি অতিশিগগিরই এই অবৈধ পকেট কমিটি বাতিল না করলে আমরা আমরণ অনশন করব।’
ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল রুবেল বলেন, ‘অবিলম্বে টাকার বিনিময়ে জঙ্গি, ছাত্রদল থেকে আসা এই পকেট কমিটি বাতিল না করলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। প্রয়োজন হলে আগামীকাল থেকেই আমরা আমরণ অনশনে বসব।’
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি জামিল হোসেন মোবাইলে বলেন, ‘যারা এসব করেছে তারা পদপ্রার্থী ছিল। কিন্তু সবাই তো পদে আসবে না। তারা অযথা ভিত্তিহীন কথা ছড়াচ্ছে। পদ না পেয়ে তারা বেপরোয়া হয়ে উঠেছে।’
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, ‘মহাসড়ক অবরোধ করে আন্দোলন করায় যানজটের সৃষ্টি হয়েছিল। আমরা এসে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করেছি। এতে কোনো ধরনের সমস্যা হয়নি।’
ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে মাথায় ও গায়ে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন বঞ্চিত নেতা-কর্মীরা। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। তাঁদের দাবি টাকার বিনিময়ে এই কমিটিতে ছাত্রদল, বিবাহিত, শ্রমিক ও জঙ্গি মামলার ফাঁসির আসামির ভাই ও ছাত্র শিবিরের কর্মী এবং দশম শ্রেণির ছাত্রদের পদ দেওয়া হয়েছে।
আজ সোমবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে ধামরাই থানা বাসস্ট্যান্ডে ধামরাই প্রেসক্লাবের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় রাস্তার উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার রাস্তা যানজট সৃষ্টি হয়। পরে ধামরাই থানা-পুলিশ এসে তাঁদের সরিয়ে দিয়ে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করে।
আন্দোলনে নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ১০ লাখ টাকার বিনিময়ে জামিল হোসেনকে ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ দিয়েছেন। কিন্তু এই জামিল ছাত্রদল করেছেন, তার বয়স নেই এবং তিনি বিবাহিত। তিনি দীর্ঘদিন বিদেশে শ্রমিক হিসেবে কাজ করছেন, তিনি পদ পেলে শ্রমিক লীগে পদ পাবেন। ছাত্রলীগের গঠনতন্ত্র সব বাদ দিয়ে টাকাতন্ত্র দিয়ে তিনি সভাপতি হয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, ‘শুধু তাই নয় জঙ্গি মামলার ফাঁসির আসামির ভাই শিবিরকর্মী আব্দুল্লাহ আশ শাবিবকে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ দেওয়া হয়েছে। মোটা অঙ্কের টাকা ছাড়া তো এইরকম কাজ করার কথা না। ছাত্রলীগে কখনো জামাত শিবির, বিবাহিত ছাত্রদলের নেতা পদ পেতে পারে না। টাকার বিনিময়ে কেন তাদের পদ দেওয়া হলো। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে এর জবাব চাই।’
ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম গত শুক্রবার (৪ নভেম্বর) ১০ লাখ টাকার বিনিময়ে জামিলকে উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ দেন। জামিল ছাত্রদল করেছে, প্রবাসে কর্মরত ছিল, সে বিবাহিত। এ ছাড়াও আব্দুল্লাহ আশ শাবিব একজন শিবির ক্যাডার। তাকে দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদকের পদ। অথচ শাবিবের দুই ভাই জঙ্গি মামলার আসামি। যদি অতিশিগগিরই এই অবৈধ পকেট কমিটি বাতিল না করলে আমরা আমরণ অনশন করব।’
ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল রুবেল বলেন, ‘অবিলম্বে টাকার বিনিময়ে জঙ্গি, ছাত্রদল থেকে আসা এই পকেট কমিটি বাতিল না করলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। প্রয়োজন হলে আগামীকাল থেকেই আমরা আমরণ অনশনে বসব।’
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি জামিল হোসেন মোবাইলে বলেন, ‘যারা এসব করেছে তারা পদপ্রার্থী ছিল। কিন্তু সবাই তো পদে আসবে না। তারা অযথা ভিত্তিহীন কথা ছড়াচ্ছে। পদ না পেয়ে তারা বেপরোয়া হয়ে উঠেছে।’
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, ‘মহাসড়ক অবরোধ করে আন্দোলন করায় যানজটের সৃষ্টি হয়েছিল। আমরা এসে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করেছি। এতে কোনো ধরনের সমস্যা হয়নি।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে