Ajker Patrika

শরীয়তপুরে এএসপিসহ ৩৫ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, শরীয়তপুর
শরীয়তপুরে এএসপিসহ ৩৫ জনের করোনা শনাক্ত

গত ৪৮ ঘন্টায় শরীয়তপুরে নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এএসপিসহ দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য প্রশাসন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ৪৮ ঘন্টায় আসা নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী নতুন করে ৩৫ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে পুলিশের এএসপি ও ওসি রয়েছেন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০১ জন। এর মধ্যে ছয়জনকে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুনীর আহমদ খান জানান, শরীয়তপুরে প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা সাধারণ অসুস্থতার জন্য রোগীদের হাসপাতালে না আসার জন্য অনুরোধ করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত