Ajker Patrika

টঙ্গীতে বন্ধ আবাসিক গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে বন্ধ আবাসিক গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

গাজীপুরের টঙ্গীতে বন্ধ করে দেওয়া আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন করেছে তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদ। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজার এলাকার তিতাস কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। 

মানববন্ধনে তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদের কেন্দ্র কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন জায়গায় আবাসিক গ্যাস বন্ধ। যেখানে চালু আছে সেখানেও গ্যাসের চাপ খুবই কম। অনেক অবৈধ সংযোগ রয়েছে। এসব সংযোগ বন্ধ করা জরুরি। 

সংগঠনটির টঙ্গী অঞ্চলের সাধারণ সম্পাদক মা. আবুল কালাম আজাদ বলেন, আমরা চাই বন্ধ আবাসিক গ্যাস সংযোগ শিগগির চালু হোক। গ্রাহক ও এ সেক্টরের কর্মজীবী মানুষের কল্যাণে আবাসিক গ্যাস সংযোগ চালু করা জরুরি। সরকার যদি বন্ধ গ্যাস সংযোগ চালু না করে তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। 

টঙ্গী অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বলেন, গ্যাসের অবৈধ ব্যবহার ও অপচয় রোধে ব্যবস্থা গ্রহণ করা হলে আবাসিক সংযোগের গ্যাস দেওয়া সহজ হবে। এতে গ্যাসের স্বল্পতা দেখা দেবে না। অসংখ্য গ্রাহক সংযোগের জন্য সরকারি কোষাগারে অর্থ দিয়ে বছরের পর বছর অপেক্ষায় আছেন। টঙ্গীর বহুতল ভবনগুলো গ্যাসের অভাবে উপর্যুক্ত টাকায় ভাড়া হচ্ছে না। 
 
অবৈধ গ্যাস ব্যবহার প্রসঙ্গে সাংগঠনিক সম্পাদক বলেন, গ্যাস ঠিকই ব্যবহার হচ্ছে। অবৈধ গ্যাস ব্যবহারের জন্য কিছু অসাধু ব্যক্তি গ্যাস বিলের টাকার হিসাব করে অবৈধ লেনদেন করে পকেট ভারী করছেন। এতে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে পুনরায় বন্ধ সংযোগ চালুর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি। 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন-সংগঠনটির সদস্য সাইফুল ইসলাম, রবিন হোসেন, লোকমান হোসেন, মো. জাহিদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত