নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংখ্যালঘু বান্ধব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। অক্টোবর মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবিও জানান তিনি। নইলে আগামী সংসদ নির্বাচনের আগে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুরা নতুন করে ভাবতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি।
শনিবার চট্টগ্রামের মৈত্রী ভবন মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সাক্ষাতের বিবরণ দিয়ে রানা দাশগুপ্ত আরও বলেন, প্রধানমন্ত্রীর ওপরে আমরা শেষ ভরসা রাখতে চাই। নির্বাচনী অঙ্গীকারগুলো অচিরেই বাস্তবায়নে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন এই প্রত্যাশা করি।
কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মিলন কান্তি দত্ত তাঁর বক্তব্যে দাবি আদায়ে আলোচনার পাশাপাশি জোরদার আন্দোলন গড়ে তোলার ওপর জোর গুরুত্ব আরোপ করেন।
কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
সভায় সম্প্রতি নেত্রকোনায় স্কুলছাত্রী মুক্তি রাণী বর্মণের হত্যাকাণ্ডে গভীর ক্ষোভ প্রকাশ করা হয় এবং এ ঘটনার জন্য দায়ী ব্যক্তির শাস্তি নিশ্চিতের জোর দাবি জানানো হয়।
প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সভায় চট্টগ্রাম বিভাগের মোট ১৩টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
সংখ্যালঘু বান্ধব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। অক্টোবর মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবিও জানান তিনি। নইলে আগামী সংসদ নির্বাচনের আগে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুরা নতুন করে ভাবতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি।
শনিবার চট্টগ্রামের মৈত্রী ভবন মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সাক্ষাতের বিবরণ দিয়ে রানা দাশগুপ্ত আরও বলেন, প্রধানমন্ত্রীর ওপরে আমরা শেষ ভরসা রাখতে চাই। নির্বাচনী অঙ্গীকারগুলো অচিরেই বাস্তবায়নে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন এই প্রত্যাশা করি।
কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মিলন কান্তি দত্ত তাঁর বক্তব্যে দাবি আদায়ে আলোচনার পাশাপাশি জোরদার আন্দোলন গড়ে তোলার ওপর জোর গুরুত্ব আরোপ করেন।
কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
সভায় সম্প্রতি নেত্রকোনায় স্কুলছাত্রী মুক্তি রাণী বর্মণের হত্যাকাণ্ডে গভীর ক্ষোভ প্রকাশ করা হয় এবং এ ঘটনার জন্য দায়ী ব্যক্তির শাস্তি নিশ্চিতের জোর দাবি জানানো হয়।
প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সভায় চট্টগ্রাম বিভাগের মোট ১৩টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৫ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে