Ajker Patrika

পোস্তগোলা ব্রিজের ঢালে বাস–পিকআপ সংঘর্ষ, নিহত ২

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ২২: ০২
পোস্তগোলা ব্রিজের ঢালে বাস–পিকআপ সংঘর্ষ, নিহত ২

রাজধানীর পোস্তগোলা ব্রিজের ঢালে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের কাছে থাকা কাগজপত্র থেকে নাম পরিচয় জানা গেছে। একজনের নাম কামরুল হুদা (২৬) এবং অপরজন রাছেল মোল্লা (৩০)।

আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পোস্তগোলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তাঁদেরকে হাসপাতালে আনা পথচারী তামিম শিকদার ও মো. নাজমুল নামে দুই যুবক জানান, রাইদা পরিবহনের একটি বাস ঢাকা থেকে কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। কেরানীগঞ্জ থেকে ঢাকায় ঢুকছিল একটি মালবাহী পিকআপ ভ্যান। ব্রিজের ঢালে এই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। শব্দ পেয়ে সেখানে এগিয়ে যান তাঁরা। পিকআপ ভ্যানের সামনে চালকের আসন থেকে ও পাশের সিট থেকে দুজনকে উদ্ধার করে তাঁরা হাসপাতালে নিয়ে আসেন। তবে তাঁরা পিকআপ ভ্যানের চালক ও সহকারী কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পারিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, পথচারীরা দুজনকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

বাচ্চু মিয়া আরও জানান, দুজনের কাছে কিছু কাগজপত্র পাওয়া গেছে। একজনের কাছে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে তাঁর পরিচয় দেওয়া আছে কামরুল হুদা (২৬), বাবার নাম গোলাম মোস্তফা, গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। অপর জনের কাছে থাকা কিছু কাগজপত্র থেকে নাম জানা গেছে রাছেল মোল্লা (৩০), বাবার নাম মুকুল মোল্লা, গ্রামের বাড়ি বরিশাল জেলার বানাড়িপাড়া থানার বলোহাট গ্রামে। 

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, পোস্তগোলা ব্রিজের ঢালে রাইদা পরিবহন ও একটি মিনি পিকআপের সংঘর্ষের ঘটনায় হাসপাতালে দুজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুটি গাড়ি পুলিশ হেফাজতে আছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত