Ajker Patrika

ঈদ করতে বাবার বাড়ি যাচ্ছিলেন, বেপরোয়া বাস কেড়ে নিল ৩ বোনের প্রাণ

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৭: ৪২
ঈদ করতে বাবার বাড়ি যাচ্ছিলেন, বেপরোয়া বাস কেড়ে নিল ৩ বোনের প্রাণ

ঢাকা–বরিশাল মহাসড়কের গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের চার জনসহ ৫ জন নিহত হয়েছেন। ঢাকা থেকে একসঙ্গে তিন বোন মাইক্রোবাস ভাড়া করে মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরে বাবার বাড়িতে বেড়াতে আসছিলেন। পথে বাসের ধাক্কায় প্রাণ গেল তাঁদের। এ ঘটনায় মাইক্রোবাসের চালকও নিহত হয়েছেন।

আজ বুধবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুরের ডোমরাকান্দি এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এ প্রাণহানি ঘটে। এ সময় সড়কের দুইপাড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

নিহতরা হলেন— মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর এলাকার কাজী আব্দুল হামিদের মেয়ে নাসিমা বেগম (৬২), সালাম বেগম (৫৮) ও আসমা বেগম (৫৬)। এ ছাড়া নিহত হয়েছেন তিন বোনের ভাবি কমল বানু (৭৫)। কমল বানু একই এলাকার কাজী হুমায়ুন কবিরের স্ত্রী। নিহত মাইক্রোবাস চালকের পরিচয় জানা যায়নি।

এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন— মাইক্রোবাসের যাত্রী, নিহত তিন বোনের আত্মীয় কাজী হুমায়ুন কবির, খায়রুল আলম কাজী ও নাজমা বেগম। বাকি একজন বাসের যাত্রীর পরিচয় জানা যায়নি।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের ডোমরাকান্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও একই পরিবারের চারজন নিহত হন। আহত চারজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত দুজনকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।নিহতের স্বজনেরা জানান, ঢাকার ধানমন্ডি থেকে ভাবি ও আত্মীয়স্বজনদের সঙ্গে নিয়ে মাদারীপুরের কালকিনির গোপালপুরে বাবার বাড়িতে বেড়াতে আসছিলেন তিন বোন নাসিমা, সালমা ও আসমা বেগম। তিন বোন ঈদ করতে বাবার বাড়ি যাচ্ছিলেন।

বাসের যাত্রী ও পোশাক শ্রমিক নদী আক্তার রুবি, বরিশালের যাত্রী সোহাগ হাসানসহ একাধিক যাত্রী জানান, বরিশাল থেকে ছেড়ে আসার পর থেকেই অনেক গতি ছিল বাসটির। চালককে নিষেধ করা হলেও শোনেননি। পথে কালকিনির ভুরঘাটায় এক ভ্যানচালকেও ধাক্কা দেয়। পরে এই ঘটনা ঘটায়।

নিহতদের স্বজন কাজী কাজল বলেন, ‘এভাবে তিন ফুফু ও এক চাচি মারা যাবে কিছুতেই মেনে নিতে পারছি না। এত বড় শোক মানা খুব কঠিন। ঘাতক বাসের চালককে আইনের আওতায় আনার দাবি করছি। চালক বাস বেশি জোরে চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।’

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাস।তিন বোনের ভাইয়ের ছেলে কাজী আসাদ বলেন, ‘আমার চাচা হুমায়ন কবিরের পরিবারের চারজনসহ মোট পাঁচজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এমন মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না।’

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা, মাদারীপুর রাজৈরের তাঁতিকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নিই। এই দুর্ঘটনায় পাঁচজন মারা গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আমার থানা এলাকার একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাটি খুবই দুঃখজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত