Ajker Patrika

আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী

গাজীপুর প্রতিনিধি
আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী

সৌদি আরব থেকে উমরা পালন করে দেশে ফেরার একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার। আজ সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৪ এর বিচারক নিয়াজ মাখদুম দুটি মামলায়ই জামিন মঞ্জুর করেন।

রাকিব সরকারের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার সাদাত সরকার জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাকিব সরকার মামলার খবর জানার পরে দেশে ফিরে আসেন। পরে আজ সোমবার বেলা দেড়টার দিকে তিনি গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মাখদুমের আদালতে আত্মসমর্থন করে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলাতেই জামিন আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে ২ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন।

তিনি আরও জানান, মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত এই জামিন বহাল থাকবে।

রাকিবের আইনজীবী আরও জানান, চাঁদাবাজি ও মারামারির ঘটনার সময় রাকিব সরকার ও মাহিয়া মাহি দেশের বাইরে ছিলেন। আলোচিত সম্পত্তি নিয়ে সিভিল ডিসপোট আছে। এই সিভিল ডিসপোটকে কেন্দ্র করে মামলার উৎপত্তি হয়েছে। যে জমি নিয়ে ঘটনা সেই জমিতে আদালতের স্থিতাবস্থা রয়েছে। এসব কারণে আদালত প্রথম মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন।

পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন প্রসঙ্গে এই আইনজীবী বলেন, তাদের জমি দখলের ঘটনাকে কেন্দ্র করেই এই মামলার সূত্রপাত। রাকিব সরকার বিদেশে থাকার কারণে উপায়ান্তর না দেখে ফেসবুকে লাইভে আসেন। তার লাইভ দেখে রাকিব সরকারের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাঁর সম্পত্তি রক্ষা করেন।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করার জন্য তিনি ফেসবুকে লাইভ করেননি। তিনি ফেসবুকে লাইভ করেছিলেন মূলত তাঁর সম্পত্তি রক্ষা করার জন্য। 

জামিন শুনানির সময় রাকিব সরকারের পক্ষে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকারসহ অন্যান্য সিনিয়র আইনজীবীরা।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় রাকিব সরকারের মালিকানাধীন একটি শুরুমে হামলার ঘটনায় ফেসবুকে লাইভ করেন চিত্র নায়িাকা মাহিয়া মাহি সরকার। এতে তিনি শোরুমে হামলার পাশাপাশি মহানগর পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন। এ ঘটনায় বিকেলে সাংবাদিক সম্মেলনে স্থানীয় ইসমাইল হোসেন রাকিব সরকারের বিরুদ্ধে তাঁর জমি দখলের অভিযোগ করেন। পরে রাতে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় চিত্রনায়িকা মাহিয়া মাহী ও তাঁর স্বামী রকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা রেকর্ড করা হয়। এর মধ্যে কোটি টাকার জমি দখল ও জমিতে কাজ করতে গেলে বাধা প্রদান ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন স্থানীয় ইসমাইল হোসেন। এ মামলায় মাহি ও তাঁর স্বামী রকিব সরকারসহ ২৮ জনকে আসামি করা হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেছে পুলিশ। বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এই মামলাটি করেন। 

সৌদি আরব থেকে দেশে ফিরলে পরে গত শনিবার পৌনে ১২টার দিকে পুলিশ মাহিয়া মাহিকে বিমান বন্দর থেকে গ্রেপ্তার করে। মাহিকে গ্রেপ্তারের ২ ঘন্টা পর তাঁকে আদালতে তোলা হয়। প্রথমবার শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানোর ৫ ঘন্টার রুদ্ধশ্বাস ও নানা নাটকীয়তার পর শনিবার সন্ধ্যায় একই আদালত মাহির জামিন মঞ্জর করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহি গাজীপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত