Ajker Patrika

কাশিমপুর কারাগারে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
কাশিমপুর কারাগারে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড পাওয়া একজন কয়েদি মারা গেছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে আজ সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। মারা যাওয়া কয়েদির নাম আশফাক আহমেদ শিহাব (৩৪)। তিনি টাঙ্গাইলের সদর উপজেলার রেজিস্ট্রিপাড়া এলাকা বাসিন্দা। তাঁর মরদেহের ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে আশফাক আহমেদ শিহাব হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। পরে তাঁকে দ্রুত কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর ইসিজি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সুব্রত কুমার বালা আরও বলেন, ‘আশফাক আহমেদ শিহাব ঢাকার পল্লবী থানায় ২০১২ সালে দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। তাঁকে ২০১৫ সালের ৭ নভেবম্বর এই কারাগারে আনা হয়। এখানে থাকাকালীন ওই মামলার বিচারে তাঁকে মৃত্যুদন্ড দেয় আদালত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত