Ajker Patrika

ঘিওরে নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল যুবকের লাশ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ঘিওরে নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল যুবকের লাশ

মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের তিন দিন পর কালীগঙ্গা নদী থেকে ইয়াজুল ইসলাম (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ইয়াজুল উপজেলার সিংজুরী ইউনিয়নের পূর্ব আশাপুর গ্রামের ছানো মিয়ার ছেলে।

ইয়াজুল দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে তিনি কৃষি কাজ শুরু করেন। তাঁর চার বছরের একটি ছেলে রয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, গত ২০ আগস্ট রাত ৯টার দিকে মোবাইলে ফোন পেয়ে ঘর থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি ইয়াজুল। অনেক খুঁজেও না পেয়ে গতকাল মঙ্গলবার ঘিওর থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে রাতে নদীতে তাঁর ভাসতে দেখা যায়।

ইয়াজুলের চাচাতো ভাই সাইফুল ইসলাম বলেন, ‘ইয়াজুল সৌদি আরব থেকে দেশে ফিরে কৃষি কাজ করতেন। তিনি খুব সহজ সরল মানুষ ছিলেন। তাঁর সঙ্গে কারও ঝগড়া বিবাদ ছিল না। ইয়াজুলের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। এ ঘটনার সঠিক বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘিওর উপজেলার আশাপুর এলাকায় কালীগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত