Ajker Patrika

আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে শ্রমিকদের নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৩১
আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে শ্রমিকদের নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ

বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ার বুড়ির বাজার এলাকার বার্ডস গ্রুপের চারটি পোশাক কারখানার শ্রমিকেরা অবরোধ করেছেন। আজ সোমবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে রেখেছেন তাঁরা। অবরোধের কারণে অবরোধস্থলের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়েছে।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৮ আগস্ট বার্ডস গ্রুপের চারটি পোশাক কারখানা বার্ডস আর এন আর ফ্যাশন্স লিমিটেড, বার্ডস গার্মেন্টস, বার্ডস ফেডারেক্স ও বার্ডস এ অ্যান্ড জেড লিমিটেডের লে-অফ ঘোষণা করা হয়। শ্রমিকেরা এর প্রতিবাদ করলে কারখানাগুলো ১২৪ (ক) ধারায় (আপোষ মীমাংসার মাধ্যমে মজুরীসহ অন্যান্য পাওনাদি পরিশোধ) বন্ধ ঘোষণা করা হয়।

বার্ডস গ্রুপের শ্রমিকেরা জানান, আজ সোমবার তাদের পাওনা পরিশোধের কথা ছিল। কিন্তু মালিকপক্ষ পাওনা পরিশোধ না করে কারখানার সামনে টাঙানো এক নোটিশে পাওনা পরিশোধে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানানো হয়।

বার্ডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল শাহরিয়ার সাদাত আনোয়ার স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করেন, ‘শ্রমিক কর্মচারীদের আগস্ট মাসের বেতন বাবদ পাওনা ১০ সেপ্টেম্বর এবং তাদের সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ বাবদ প্রাপ্য টাকা ৩০ সেপ্টেম্বর তারিখে পরিশোধ করার দিন ধার্য করা হয়। উল্লেখ্য যে, সমঝোতা মোতাবেক ১০ সেপ্টেম্বর আগস্ট মাসের বেতন বাবদ আমরা প্রায় ৮ কোটি টাকা পরিশোধ করেছি। সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ বাবদ পরিশোধ্য আনুমানিক আরও ২১ কোটি টাকা। আমাদের হাতে এই মুহূর্তে তহবিল না থাকার কারণে বাধ্য হয়ে কারখানা বিক্রয় করে পরিশোধের পরিকল্পনা করতে হয়েছে এবং সেই মোতাবেক চেষ্টা অব্যাহত আছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আশুলিয়া এলাকায় তৈরি পোশাক শিল্পে প্রায় দুই মাস ধরে চলমান অস্থিরতা এবং সমগ্র দেশের সার্বিক অবস্থা ও ব্যবসায় বাণিজ্যের অবস্থা বিবেচনায় এত অল্প সময়ে কারখানা বিক্রয় করে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী আপনাদের পাওনা সমঝোতা মোতাবেক ৩০ সেপ্টেম্বর কোনোভাবেই পরিশোধ করা সম্ভব হচ্ছে না। পাওনা পরিশোধের জন্য ন্যূনতম আমাদের ৩ মাস সময় প্রয়োজন। আমরা তিন মাসের যৌক্তিক সময় পেলে আশা করি কারখানা বিক্রয় করে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী আপনাদের সকল পাওনা সুষ্ঠুভাবে পরিশোধ করে দিতে পারব।’

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল নয়টার দিকে বার্ডস গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকেরা বাইপাইল এলাকায় জড়ো হয়ে নবীনগর–চন্দ্রা সড়ক অবরোধ করেন। এ সময় তারা কারখানা খুলে দেওয়াসহ তাদের পাওনা পরিষদের দাবি জানাতে থাকেন।

রাত পৌনে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল। অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে শত শত যানবাহন।

রাত পৌনে আটটায় যোগাযোগ করা হলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আগের ঘোষণা অনুযায়ী আজ সোমবার শ্রমিকদের পাওনা পরিশোধ করার কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকেরা এখনো পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত