গাজীপুর প্রতিনিধি
কোনো পূর্বঘোষণা ছাড়াই গাজীপুরের কোনাবাড়ীতে প্লাস্টিকের পণ্য উৎপাদনকারী একটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।
শ্রমিকদের অভিযোগ, মহানগরীর কোনাবাড়ীতে পলিকন লিমিটেড কারখানায় প্লাস্টিক পণ্য উৎপাদন করা হতো। বুধবারেও কারখানা খোলা ছিল। কোনো নোটিশ না দিয়েই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন না দিয়েই কারাখানা বন্ধ দিয়েছে কর্তৃপক্ষ।
কারখানার নির্বাহী পরিচালক ফয়সাল জহিরের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ডলার-সংকটের কারণে বিগত এক বছরের অধিক পলিকন লিমিটেড তার কাঁচামাল আমদানি করতে পারেনি। বিগত ২০২৩ সালের জুন মাস থেকে প্রচণ্ড লোডশেডিং হওয়ায় ফ্যাক্টরির উৎপাদন ৮০ ভাগ কমে যায়।
নোটিশে আরও বলা হয়, ব্যাংকের লোন, বকেয়া বেতন, গ্যাসের বিল, বিদ্যুতের বিল কোনোটাই সঠিকভাবে বিগত আড়াই বছর শোধ করতে না পারায় আমাদের ৪০ বছরের প্রতিষ্ঠান আজ (বৃহস্পতিবার) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এ ছাড়া নোটিশে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ধাপে ধাপে সব বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানানো হয়।
এদিকে অন্যান্য দিনের মতো আজ সকালে কারখানার শ্রমিকেরা কাজে এসে কারখানা বন্ধ দেখতে পান। কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেখে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে তাঁরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা কারখানা খুলে দেওয়ার দাবি জানান।
কারখানার শ্রমিক আমিনুল ইসলাম বলেন, ‘১০ বছর ধরে এই কারখানায় চাকরি করি। আমরা চার মাসের বেতন পাব। গতকালও ডিউটি করে গেছি। আজ সকালে অফিসের গেটে এসে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পাই। কীভাবে চলবে আমাদের সংসার।’
শহিদুল ইসলাম নামের আরেক শ্রমিক বলেন, ‘২৯ বছর ধরে এই কারখানায় চাকরি করি। কারখানায় কাজ করার সময় আমার হাতের আঙুল কেটে যায়। কোনো নোটিশ ছাড়াই হঠাৎ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। মালিক আমাদের কথা চিন্তা করল না? এ বয়সে আমি কোথায় চাকরি নেব, বউ পোলাপান নিয়ে কি না খেয়ে মরব।’
এ বিষয়ে জানতে পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহিরে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী অঞ্চলের পুলিশ পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে, আগামী রোববার নভেম্বর মাসের বেতন দেওয়া হবে এবং ১৩ জানুয়ারি শ্রমিকদের সঙ্গে কথা বলে পরবর্তীকালে তাঁদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। আমাদের শিল্প পুলিশ কারখানার সামনে অবস্থান করছে।
কোনো পূর্বঘোষণা ছাড়াই গাজীপুরের কোনাবাড়ীতে প্লাস্টিকের পণ্য উৎপাদনকারী একটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।
শ্রমিকদের অভিযোগ, মহানগরীর কোনাবাড়ীতে পলিকন লিমিটেড কারখানায় প্লাস্টিক পণ্য উৎপাদন করা হতো। বুধবারেও কারখানা খোলা ছিল। কোনো নোটিশ না দিয়েই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন না দিয়েই কারাখানা বন্ধ দিয়েছে কর্তৃপক্ষ।
কারখানার নির্বাহী পরিচালক ফয়সাল জহিরের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ডলার-সংকটের কারণে বিগত এক বছরের অধিক পলিকন লিমিটেড তার কাঁচামাল আমদানি করতে পারেনি। বিগত ২০২৩ সালের জুন মাস থেকে প্রচণ্ড লোডশেডিং হওয়ায় ফ্যাক্টরির উৎপাদন ৮০ ভাগ কমে যায়।
নোটিশে আরও বলা হয়, ব্যাংকের লোন, বকেয়া বেতন, গ্যাসের বিল, বিদ্যুতের বিল কোনোটাই সঠিকভাবে বিগত আড়াই বছর শোধ করতে না পারায় আমাদের ৪০ বছরের প্রতিষ্ঠান আজ (বৃহস্পতিবার) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এ ছাড়া নোটিশে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ধাপে ধাপে সব বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানানো হয়।
এদিকে অন্যান্য দিনের মতো আজ সকালে কারখানার শ্রমিকেরা কাজে এসে কারখানা বন্ধ দেখতে পান। কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেখে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে তাঁরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা কারখানা খুলে দেওয়ার দাবি জানান।
কারখানার শ্রমিক আমিনুল ইসলাম বলেন, ‘১০ বছর ধরে এই কারখানায় চাকরি করি। আমরা চার মাসের বেতন পাব। গতকালও ডিউটি করে গেছি। আজ সকালে অফিসের গেটে এসে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পাই। কীভাবে চলবে আমাদের সংসার।’
শহিদুল ইসলাম নামের আরেক শ্রমিক বলেন, ‘২৯ বছর ধরে এই কারখানায় চাকরি করি। কারখানায় কাজ করার সময় আমার হাতের আঙুল কেটে যায়। কোনো নোটিশ ছাড়াই হঠাৎ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। মালিক আমাদের কথা চিন্তা করল না? এ বয়সে আমি কোথায় চাকরি নেব, বউ পোলাপান নিয়ে কি না খেয়ে মরব।’
এ বিষয়ে জানতে পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহিরে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী অঞ্চলের পুলিশ পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে, আগামী রোববার নভেম্বর মাসের বেতন দেওয়া হবে এবং ১৩ জানুয়ারি শ্রমিকদের সঙ্গে কথা বলে পরবর্তীকালে তাঁদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। আমাদের শিল্প পুলিশ কারখানার সামনে অবস্থান করছে।
জানতে চাইলে আজ সন্ধ্যায় তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যাঁর যাঁর আবাসনে এসে অবস্থান নেওয়ার আহবান জানান।
৬ মিনিট আগেবাড়ির মালিক শহিদ মিয়া বলেন, ‘আমি বিদেশে থেকে সারা জীবন কষ্ট করে এই ভবন তৈরি করেছি। এটাই আমার শেষ সম্বল। কোনো ধরনের নির্মাণ ত্রুটি ছিল না ভবন নির্মাণে। এখন আমি কী করব, বুঝতে পারছি না।’
৯ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুর মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে টনসিল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম পাঁচ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে কম
১৩ মিনিট আগেবরিশালের গৌরনদীতে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও সভায় দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১৮ মিনিট আগে