Ajker Patrika

রাজবাড়ীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৪৮ জন

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৪৮ জন

রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত রোগীরা জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। 

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গতকাল রোববার সকাল ১০টা থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত নতুন করে ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ২৫, পাংশায় ৬, কালুখালিতে ৫, বালিয়াকান্দিতে ৫ ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন রোগী ভর্তি রয়েছেন। জেলার হাসপাতালগুলোতে ৮৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৫৭৫ জন। এর মধ্যে ১৪৯০ জন সুস্থ হয়েছে। 

সিভিল সার্জন ইব্রাহিম টিটোন বলেন, রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গুর প্রকোপ কমাতে মশা নিধন করতে হবে। সেই সঙ্গে বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। ঘুমানোর সময় মশারি টানাতে হবে। বাসা বাড়িতে ফুলের টব বা অন্যান্য পাত্রে যেন পানি না জমে সে দিকে খেয়াল রাখতে হবে। 

সিভিল সার্জন আরও বলেন, ডেঙ্গু এখন গ্রামেও ছড়িয়ে গেছে। আক্রান্ত রোগীদের অনেকেই এখন গ্রাম থেকে আসছে। ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধিদের সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত