Ajker Patrika

হরিরামপুরে ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)
আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২৩: ৩৫
হরিরামপুরে ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মানিকগঞ্জের হরিরামপুরে জাতীয় শোক দিবসের উপলক্ষে আলোচনা সভা এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের নারী নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হরিরামপুর উপজেলা ছাত্রলীগ এই আয়োজন করে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহীউদ্দীন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি সুমন এবং সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত