Ajker Patrika

বরখাস্ত হওয়া শরীফের রিট শুনানি সোমবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মে ২০২২, ১৫: ৪০
Thumbnail image

দুদক থেকে বরখাস্ত হওয়া শরীফ উদ্দিনের চাকরিতে পুনর্বহালের রিট শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার শরীফের পক্ষে সময়ের আবেদন করলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল আকন্দের বেঞ্চ এই দিন ধার্য করেন। এদিকে চাকরিতে পুনর্বহালে শরীফ উদ্দিনের করা আবেদন গতকাল বুধবার খারিজ করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

এর আগে দুদকের অপসারণ চ্যালেঞ্জ করে গত ১৩ মার্চ রিট করেন শরীফ উদ্দিন। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের চাকরি বিধিমালা ২০০৮-এর ৫৪ (২) ধারা চ্যালেঞ্জ করা হয় রিটে। এ ছাড়া চাকরি ফিরে পাওয়ারও আর্জি জানানো হয়েছে আবেদনে।

শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে গত ১৬ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে দুদক কার্যালয়। এরপর শরীফ উদ্দিনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ ও পাল্টা অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন ১০ আইনজীবী। রিটকারী আইনজীবীরা হলেন—মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, আহমেদ আবদুল্লাহ খান, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নোয়াব আলী। 

তার আগে শরীফ উদ্দিনের জীবনের নিরাপত্তা ও ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে চিঠি পাঠান ওই ১০ আইনজীবী। সেই সঙ্গে চিঠি দেওয়া হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও। পরে ওই চিঠির বিষয়টি আদালতে তুলে ধরেন আইনজীবী শিশির মনির। তখন আদালত তাঁকে বলেন, ‘আমাদের মাধ্যমে সুয়োমোটো না করে আপনি আবেদন নিয়ে আসতে পারেন, যদি আপনি প্রকৃত অর্থে দুদকের ওই কার্যক্রম নিয়ে সংক্ষুব্ধ হয়ে থাকেন। কীভাবে সংক্ষুব্ধ হলেন ব্যাখ্যা দিয়ে আসুন।’ পরে সে অনুযায়ী রিট করা হয়। তবে শরীফ নিজে রিট করলে ১০ আইনজীবীর করা রিট খারিজ করে দেন হাইকোর্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত