Ajker Patrika

সাটুরিয়ায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৮: ৫৩
সাটুরিয়ায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়ায় হাইড্রোলিক ট্রলির চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই কলেজশিক্ষার্থীর। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার তিল্লির ঘোষবাড়ির সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন দৌলতপুর উপজেলার ধামশুর ইউনিয়নের দেশগ্রামের মো. মেহের আলীর ছেলে সজীব হোসেন (২৩) ও দেলোয়ার হোসেনের ছেলে মো. রনি হোসেন (২১)। তাঁরা দুজন মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শেখ ফরিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, দক্ষিণ আয়নাপুর গ্রামের হাইড্রোলিক ট্রলিচালক মো. রুবেল মিয়া তিল্লি বাজার থেকে মালবোঝাই করে ধামশুর যাচ্ছিলেন। ঘোষবাড়ির কাছে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিক্ষার্থী সজীব হোসেন মারা যান। আরেক শিক্ষার্থী রনি মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শেখ ফরিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। গাড়িচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত