Ajker Patrika

হামলার ১৩ বছর পর ছাত্রদল নেতার মামলা, গ্রেপ্তার ১

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
হামলার ১৩ বছর পর ছাত্রদল নেতার মামলা, গ্রেপ্তার ১

১৩ বছর পর মানিকগঞ্জের দৌলতপুরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা মামলায় জালাল উদ্দীন ভিকু (৪৭) নামে একজনকে করাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

জালাল উদ্দিন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে এবং একটি জাতীয় দৈনিক পত্রিকার উপজেলা প্রতিনিধি। নানা অভিযোগে ২০২২ সালে উপজেলা প্রেসক্লাব থেকে বহিষ্কার হন তিনি। 

মামলা সূত্রে জানা যায়, গত ২০১১ সনের ৯ জুন রাতে চকমিরপুর গ্রামে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম বাড়িতে হামলা হয়। এতে শরিকুলসহ তার স্ত্রী আহত হন। বসতঘর ভাঙচুর ও লুটপাট করে হামলাকারীরা। পরে আহতরা উপজেলার বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। 

জালাল উদ্দীন স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে জড়িত হওয়ায় বাদী এত দিন মামলা করতে পারেননি। আওয়ামী লীগ সরকার পতন হওয়ায় পর দৌলতপুর থানায় গত ৩ সেপ্টেম্বর মামলা করেন তিনি। মামলায় তিনজনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। 

বাদী মো. শরিফুল ইসলাম বলেন, রাজনৈতিক বিরোধের জেরেই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। হামলাকারীরা ঘর-দরজা জানালা সব ভেঙে জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আসামিরা আওয়ামী লীগ রাজনীতি করার কারণে ওই সময় তার অভিযোগ নেওয়া হয়নি। তাই দীর্ঘ ১৩ বছর পর তিনি থানায় মামলা করেছেন। 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ১৩ বছর পর মামলা হওয়ার কারণে বিষয়টি প্রাথমিক তদন্ত করা হয়েছে। এই ঘটনায় জালাল উদ্দিন ভিকুকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার কোর্টে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত