Ajker Patrika

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৯: ২৮
Thumbnail image

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর থেকেই এই মহাসড়কে যানবাহনের চাপ কমতে থাকে। দীর্ঘ ভোগান্তির পর টাঙ্গাইলের মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বেলা ২টার পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

সরেজমিন এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে, পরিবহনের তেমন চাপ নেই। কয়েকটি করে গাড়ি যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। 

এর আগে ফিটনেসহীন পরিবহন, সেতুর ওপর দুর্ঘটনা, টোল আদায় বন্ধ থাকায় গভীর রাত থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিবহন চলাচলে ধীর গতি ও যানজটের সৃষ্টি হয়েছিল। মহাসড়কের টাঙ্গাইলের আশিকপুর বাইপাস হতে সেতু পূর্ব টোল প্লাজা পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, পুরো মহাসড়কে তেমন কোনো পরিবহন নেই। স্বাভাবিক গতিতে চলাচল করছে গাড়িগুলো। দুপুরের পর মহাসড়ক ফাঁকা হয়েছে। গাড়ির চাপও কমেছে। আর চাপ বাড়ার সম্ভাবনা নেই। 

বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার দিবাগত রাত ৯টার পর সেতুর ওপরে ১১টি গাড়ি বিকল হয়। সেগুলো তাৎক্ষণিক অপসারণ করতে কিছুটা সময় লাগে। এতে যানজটের সৃষ্টি হয়েছিল। বর্তমানে সেতুর টোল প্লাজার কাছে কিছুসংখ্যক পরিবহন থাকলেও সেতুর দুই পাশে তেমন পরিবহন নেই। স্বাভাবিক গতিতে চলাচল করছে পরিবহন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত