Ajker Patrika

শিক্ষার্থীকে ঢাবিতে ভর্তির টাকা দিলেন ডিসি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিক্ষার্থীকে ঢাবিতে ভর্তির টাকা দিলেন ডিসি

মানিকগঞ্জের হরিরামপুরের দাশকান্দি বয়ড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী সেতু আক্তারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর্থিক সহায়তা করলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। আজ রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে তাঁকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

সেতু উপজেলার দাশকান্দি বয়ড়া গ্রামের আয়ুব আলী বিশ্বাসের ছোট মেয়ে। সেতুর বাবা একজন দিনমজুর। 

জানা যায়, পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পান। পরে ২০২০ সালে সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ থেকে অটোপাশ করেও জিপিএ ৫ পান। পরে ঢাবিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধাক্রমে ৮৬০ হয়ে বাংলা বিভাগে ভর্তিতে মনোনীত হন। কিন্তু ভর্তির জন্য আর্থিক সংকটের মধ্যে পড়েন তিনি। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসলে তারা এই পদক্ষেপ নেন। 

সেতুর মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে সেতু সবার ছোট। ও ভালো ছাত্রী। সেতুর বাবা দিনমজুরের কাজ করে। মেয়ে ভার্সিটিতে চান্স পাইছে আমরা ম্যালা খুশি। ভর্তির খরচ দিতে পারছিলাম না। আজ ডিসি অফিসে গেছে, ওখান থেকে সহায়তা দিছে।’ 

সেতু আক্তার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাহিদুর রহমান রুমেল নামে এক বড় ভাইকে আর্থিক সংকটের বিষয়ে জানাই। তিনি ডিসি অফিসে যোগাযোগ করেন। পরে ডিসি স্যার আজ আমাকে ভর্তির যাবতীয় খরচ ও যাতায়াতের খরচও দিয়েছেন।’ 

মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জানান, ‘একটি ফোন কলের ভিত্তিতে আর্থিক অসচ্ছলতার দরুন ভর্তি হওয়া নিয়ে শঙ্কিত সেতু আক্তারকে আর্থিক সহায়তা করা হয়েছে। ভর্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার পাশাপাশি ঢাকায় যাতায়াত ভাড়াও প্রদান করা হয়েছে। এমনকি তাঁকে ভবিষ্যতে টিউশনিসহ অন্যান্য সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শুক্লা সরকার উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত