Ajker Patrika

শাহজাহানপুরে বাসে আগুন, নেভাতে গিয়ে অগ্নিকাণ্ডের শিকার ফায়ার সার্ভিসের গাড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শাহজাহানপুরে বাসে আগুন, নেভাতে গিয়ে অগ্নিকাণ্ডের শিকার ফায়ার সার্ভিসের গাড়ি

পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে দিনভর থেমে থেমে চলে সংঘর্ষ। আওয়ামী লীগ-বিএনপি-পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল, নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল ও মতিঝিল এলাকা। এরই মধ্যে আগামীকাল রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হরতাল ঘোষণার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। আজ শনিবার বিকেলে শাহজাহানপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে যাওয়ার পথে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয় ফায়ার সার্ভিসের একটি গাড়ি।

শাহজাহানপুর থানার ওসি মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাসের আগুন নেভাতে গিয়ে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই ফায়ার সার্ভিসের গাড়ি।হাফিজুর রহমান বলেন, ‘বিকেলে প্রথমে বিআরটিসি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে সেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িতেও আগুন দেয় তারা।’

এ ঘটনায় কাউকে শনাক্ত করা না গেলেও তিনি বলেন, ‘পল্টনের সমাবেশ থেকে ফেরার পথে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।’

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহাজাদী সুলতানা বলেন, ‘বাসের অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরবর্তীতে দুর্বৃত্তরা ফায়ারের সার্ভিসের গাড়িটির ওপর হামলা করে। ফায়ার ফাইটারদের মারধর করে গাড়ি থেকে বের করে দেয়। পরে তারা ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট এসে আগুন নির্বাপণ করে।’

এছাড়া হরতাল ঘোষণার পর রাজধানীর মৌচাক ফ্লাইওভার, কমলাপুর, ইস্কাটন পুলিশ কনভেনশন সেন্টার ও কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত