Ajker Patrika

নৌকায় ভোট না দিলে গ্যাস-বিদ্যুৎ বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ২৩: ৪১
Thumbnail image

নৌকায় ভোট না দিলে গ্যাস-বিদ্যুৎ-পানি থাকবে না এমন হুমকি দিয়ে আলোচনায় এসেছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম। ইতিমধ্যে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এনিয়ে মন্তব্য করেছেন খোদ তৃণমূল বিএনপির মহাসচিব।

প্রকাশিত ভিডিওতে মাসুমকে বলতে শোনা যায়, ‘আওয়ামী লীগ অনেকেই করতে পারে। কিন্তু নেত্রীর মার্কা হচ্ছে নৌকা। শেখ হাসিনা নৌকার দায়িত্ব রূপগঞ্জে গাজী সাহেবকে দিয়েছেন। আপনাদের যদি কেউ ভুলভাল বলে আপনারা সেই ভুল করবেন না। আপনাদের ভোট গাজী সাহেবকেই নৌকা মার্কায় দিতে হবে। এটা মনে রাইখেন। নয়তো আপনাদের যে পানি আছে, গ্যাস আছে, বিদ্যুৎ আছে এগুলা কিন্তু কিছু থাকবো না।’

গতকাল শনিবার রাতে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় এক উঠান বৈঠকে এই মন্তব্য করেন।

মাসুম একই আসনের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার বিষয়ে উপস্থিত বাসিন্দাদের বলেন, ‘আপনাদের এখানে শাহজাহান চেয়ারম্যান কয়দিন আসছে? ১৫ বছর এই মন্দিরে পাড়া দিসে? গাজী সাব প্রত্যেক বছর আসেন। উনি না আসতে পারলে উনার ছেলেকে পাঠায়। উনি সর্বদা আপনাদের পাশে ছিল ও আছেন।’

এই বিষয়টি সামনে এনে তৃণমূল বিএনপির তৈমুর আলম খন্দকার বলেন, ‘সরকারি দলীয় প্রার্থীর প্রচার-প্রচারণায় বলা হয় নৌকার প্রতীকে ভোট না দিলে গ্যাস বন্ধ করে দেওয়া হবে, পানির সংযোগ বন্ধ করে দেওয়া হবে এবং বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে। প্রতিনিয়ত আমাদের ভয় ভীতি দেখানো হচ্ছে।’

এই বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমের মুঠোফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও রূপগঞ্জের ইউএনও আহসান মাহমুদ রাসেল বলেন, ‘রোববার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ওই ছাত্রলীগ নেতার বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল হক অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত