সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ডাকেরহাটি ও তুলশীখালি দুটি গ্রামে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে বসতভিটা, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ অবস্থায় নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী বাজার সড়কে এ মানববন্ধন করা হয়।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান সামছুল হুদা বাবুল, চিত্রকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহীদুল খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ দুই শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন।
মানববন্ধনে রানু বেগম বলেন, ‘কয়েক বছর থেকে এই এলাকায় ধলেশ্বরীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে আমাদের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি। আমি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
চিত্রকোট ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহীদুল খান বলেন, ‘আমার এই ওয়ার্ডের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ধলেশ্বরী নদী ভাঙন দেখা দিয়েছে। এতে চল্লিশটিরও বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছেন। বর্তমানে দিশেহারা অবস্থা তাদের। এখনো শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে আছেন। আমন ধানের খেতসহ শত শত বিঘা ফসলি জমি নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই দুটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।’
তিনি এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সবার কাছে ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান সামছুল হুদা বাবুল বলেন, ‘ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙন। নদীভাঙন দিন দিন দীর্ঘ হচ্ছে এবং নিঃস্ব মানুষের তালিকাও বড় হচ্ছে। আমি ভাঙন রোধে উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।’
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ডাকেরহাটি ও তুলশীখালি দুটি গ্রামে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে বসতভিটা, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ অবস্থায় নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী বাজার সড়কে এ মানববন্ধন করা হয়।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান সামছুল হুদা বাবুল, চিত্রকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহীদুল খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ দুই শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন।
মানববন্ধনে রানু বেগম বলেন, ‘কয়েক বছর থেকে এই এলাকায় ধলেশ্বরীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে আমাদের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি। আমি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
চিত্রকোট ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহীদুল খান বলেন, ‘আমার এই ওয়ার্ডের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ধলেশ্বরী নদী ভাঙন দেখা দিয়েছে। এতে চল্লিশটিরও বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছেন। বর্তমানে দিশেহারা অবস্থা তাদের। এখনো শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে আছেন। আমন ধানের খেতসহ শত শত বিঘা ফসলি জমি নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই দুটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।’
তিনি এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সবার কাছে ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান সামছুল হুদা বাবুল বলেন, ‘ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙন। নদীভাঙন দিন দিন দীর্ঘ হচ্ছে এবং নিঃস্ব মানুষের তালিকাও বড় হচ্ছে। আমি ভাঙন রোধে উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।’
যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের সব ফ্যান রেলওয়ের বিদ্যুৎ বিভাগ খুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে গরমে ভোগান্তি পোহাচ্ছেন স্টেশনের অপেক্ষমাণ যাত্রীসহ কর্মকর্তা-কর্মচারীরা। স্টেশনমাস্টার কে এম রিয়াদ হাসান বলেছেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত আকারে জানিয়েছেন।
১২ মিনিট আগেউদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ এজাজ বলেন, ‘উত্তরখান, দক্ষিণখানসহ ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডে নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আগামী বাজেটে এসব এলাকায় উন্নয়ন কার্যক্রমকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’
২২ মিনিট আগেযদি মৌলিক সংস্কার না হয়, তাহলে জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থন দেবে না বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার সন্ধ্যায় শেরপুর শহরের থানা মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
৩৮ মিনিট আগেনাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো, ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি?’
১ ঘণ্টা আগে