সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ডাকেরহাটি ও তুলশীখালি দুটি গ্রামে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে বসতভিটা, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ অবস্থায় নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী বাজার সড়কে এ মানববন্ধন করা হয়।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান সামছুল হুদা বাবুল, চিত্রকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহীদুল খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ দুই শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন।
মানববন্ধনে রানু বেগম বলেন, ‘কয়েক বছর থেকে এই এলাকায় ধলেশ্বরীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে আমাদের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি। আমি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
চিত্রকোট ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহীদুল খান বলেন, ‘আমার এই ওয়ার্ডের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ধলেশ্বরী নদী ভাঙন দেখা দিয়েছে। এতে চল্লিশটিরও বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছেন। বর্তমানে দিশেহারা অবস্থা তাদের। এখনো শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে আছেন। আমন ধানের খেতসহ শত শত বিঘা ফসলি জমি নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই দুটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।’
তিনি এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সবার কাছে ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান সামছুল হুদা বাবুল বলেন, ‘ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙন। নদীভাঙন দিন দিন দীর্ঘ হচ্ছে এবং নিঃস্ব মানুষের তালিকাও বড় হচ্ছে। আমি ভাঙন রোধে উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।’
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ডাকেরহাটি ও তুলশীখালি দুটি গ্রামে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে বসতভিটা, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ অবস্থায় নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী বাজার সড়কে এ মানববন্ধন করা হয়।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান সামছুল হুদা বাবুল, চিত্রকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহীদুল খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ দুই শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন।
মানববন্ধনে রানু বেগম বলেন, ‘কয়েক বছর থেকে এই এলাকায় ধলেশ্বরীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে আমাদের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি। আমি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
চিত্রকোট ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহীদুল খান বলেন, ‘আমার এই ওয়ার্ডের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ধলেশ্বরী নদী ভাঙন দেখা দিয়েছে। এতে চল্লিশটিরও বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছেন। বর্তমানে দিশেহারা অবস্থা তাদের। এখনো শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে আছেন। আমন ধানের খেতসহ শত শত বিঘা ফসলি জমি নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই দুটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।’
তিনি এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সবার কাছে ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান সামছুল হুদা বাবুল বলেন, ‘ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙন। নদীভাঙন দিন দিন দীর্ঘ হচ্ছে এবং নিঃস্ব মানুষের তালিকাও বড় হচ্ছে। আমি ভাঙন রোধে উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে জুবায়েদের মরদেহ গ্রামের বাড়ি কৃষ্ণপুরে নিয়ে...
১০ মিনিট আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে যুবদলের স্থাপিত একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির যাত্রীবাহী বাসের সামনে। এতে মুহূর্তেই যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেসিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির দায়ে আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগেগণতন্ত্রে বিশ্বাসীরা কখনো অন্য দলের রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার সাতক্ষীরার তালা ফুটবল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
৩২ মিনিট আগে