Ajker Patrika

দেশবাসীর জন্য দোয়া চাইলেন ফিলিস্তিনি যুবক হামিদ

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৭: ৩১
দেশবাসীর জন্য দোয়া চাইলেন ফিলিস্তিনি যুবক হামিদ

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশে দেশবাসীর জন্য দোয়া চেয়েছেন ফিলিস্তিনি যুবক আল হামিদ। তিনি ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিক্ষার্থী। 

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে যুব উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ চলাকালে ফিলিস্তিনি ওই যুবক বক্তব্য দেন। 

বক্তব্যে আল হামিদ বলেন, ‘আপনারা সবাই জানেন আমাদের দেশে যুদ্ধ চলছে। আমাদের দেশে বিদ্যুৎ নেই, পানি নেই, খাবার নেই। আমাদের সঙ্গে আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন। বাংলাদেশ অনেক ভালো দেশ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’ 

যুব ওলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা শামসুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  মুফতি মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য দেন ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি মাওলানা মনসুর আহমেদ, ইমাম কল্যাণের নির্বাহী সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, যুব ও উলামা কল্যাণ পরিষদের সহসভাপতি  মুফতি আসাদুজ্জামান, সহসভাপতি মুফতি তানভীর আহমেদ প্রমুখ।

বক্তারা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনি জনগণের পাশে থাকার জন্য এবং কার্যকর ভূমিকা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

তাঁরা বলেন, যুগের পর যুগ ফিলিস্তিনি মুসলিম সম্প্রদায়ের ওপরে নির্যাতন হলেও জাতিসংঘ এবং ওআইসি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাদের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। তারা শুধু কথায় কথায় মানবতার বুলি আওড়ালেও ফিলিস্তিনি জনগণদের ওপর  দীর্ঘদিন ধরে এই নির্মম অত্যাচারের কথা স্বীকার করতে লজ্জাবোধ করে।

এর আগে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন স্থান থেকে কয়েক শ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত