Ajker Patrika

শ্রীলঙ্কা হওয়ার পথে কয়েক ধাপ এগিয়ে যাওয়ার বাজেট, সংসদে রুমিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কা হওয়ার পথে কয়েক ধাপ এগিয়ে যাওয়ার বাজেট, সংসদে রুমিন

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে বিএনপি দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘এবারের বাজেট শ্রীলঙ্কা হওয়ার পথে কয়েক ধাপ এগিয়ে যাওয়ার বাজেট।’ 

রোববার জাতীয় সংসদের বৈঠকে প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 

রুমিন ফারহানা বলেন, ‘শ্রীলঙ্কার দেউলিয়া রাষ্ট্রে পরিণত হওয়ার প্রেক্ষাপটে এবারের বাজেটে বাংলাদেশ যেন সেই পথে না যায়, সে বিষয়ে দিক-নির্দেশনা, সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কা হওয়া ঠেকানোর চেষ্টা দূরেই থাক চরম মূল্যস্ফীতি, আমদানি-রপ্তানিতে ভারসাম্যহীনতা, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমতে থাকা, বিনিয়োগ স্থবির, কর্মসংস্থানের চরম সংকট এসব কোনটির ক্ষেত্রেই কার্যকরী দিক নির্দেশনা নেই।’ 
 
শ্রীলঙ্কার সেই সময়ের পরিস্থিতি এখন বাংলাদেশে বিরাজ করছে বলে উল্লেখ করে রুমিন বলেন, ‘শ্রীলঙ্কার পর্যালোচনায় যখন বাংলাদেশ প্রসঙ্গ এসেছে তখন বেশ কিছু অর্থনীতিবিদ তাঁদের স্বার্থের চিন্তায় কিংবা ভয়ে বলেছেন বাংলাদেশের শ্রীলঙ্কার মতো সমস্যায় পড়ার কোনো আশঙ্কা নেই। তবে এই আকালেও হাতেগোনা কিছু অর্থনীতিবিদ জানিয়েছেন বাংলাদেশের অবশ্যই সেই ঝুঁকি আছে এবং বাংলাদেশ এখনই যদি খুব সতর্ক না হয় তাহলে দ্রুতই বাংলাদেশ শ্রীলঙ্কার পরিস্থিতিতে পড়তে পারে।’ 
 
রুমিন ফারহানা বলেন, ‘এবারের বাজেটে ভর্তুকি খাতে রাখা হয়েছে ৮৩ হাজার কোটি টাকা; যার প্রধান অংশ যাবে বিদ্যুৎ খাতে। গত ১০ বছরে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও কেন্দ্রগুলো ক্যাপাসিটি চার্জ বাবদ তুলে নিয়েছে ৬২ হাজার কোটি টাকা। ভারতে আদানি গ্রুপের তৈরি গোড্ডা কোল পাওয়ার প্ল্যান্ট থেকে ২৫ বছরের চুক্তিতে এক লাখ কোটি টাকার বেশি শুধু ক্যাপাসিটি চার্জই দেবে। এমনকি আগস্টে বিদ্যুৎকেন্দ্র সম্পন্ন হওয়ার পর সঞ্চালন লাইনের অভাবে দেশে বিদ্যুৎ না আসলেও ডিসেম্বর পর্যন্ত চার মাসে ক্যাপাসিটি চার্জ দিতে হবে ১ হাজার ২১৯ কোটি টাকা।’ 

অর্থ পাচার ফিরিয়ে আনার সুযোগ রাখার সমালোচনা করে তিনি বলেন, ‘যারা লুটপাটের টাকা পাচার করেছেন, তারা সেসব ফিরিয়ে আনার জন্য করেননি। টাকা ফেরত আনার জন্য নয়, পাচারকারীদের নিশ্চিন্ত করতেই এই পদক্ষেপ।’ 

বাংলাদেশের ঋণ বিপদসীমা পার হয়ে গেছে উল্লেখ করে বিএনপি দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘এবারের বাজেটে জনগণের করের টাকার এক পঞ্চমাংশই যাবে ঋণের সুদ পরিশোধের পেছনে। বর্তমান বাংলাদেশে একটি শিশু জন্ম নেয় মাথার ওপরে ৯৬ হাজার টাকা ঋণের বোঝা নিয়ে।’ 
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত