Ajker Patrika

ঈদযাত্রা: অচেনা কমলাপুর রেলস্টেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৭: ৫২
ঈদযাত্রা: অচেনা কমলাপুর রেলস্টেশন

সাত সদস্য নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া যাবেন রফিকুল ইসলাম। ঢাকায় একটি প্রকল্পে রাজমিস্ত্রির কাজ করেন। আজ রোববার কমলাপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে সিরাজগঞ্জ এক্সপ্রেসের অপেক্ষায় ছিলেন। ট্রেনটির ছাড়ার সময় ৪টা ১৫ মিনিটে।

রফিকুল আজকের পত্রিকাকে বলেন, গতবার ঈদের সময় তো টিকিটই পাননি। এত ভিড় যে স্টেশনে ঢুকতে জীবন শেষ হয়ে গেছিল! তবে এবার একদম ফাঁকা স্টেশন। তাঁদের পরিবারের সাত সদস্যই স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন। তবে উল্লাপাড়া নয়, তার আগের স্টেশন জামতৈলে।

বেলা ৩টা ৩০ মিনিটে এই প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস। এই ট্রেনটির ছাড়ার সময় ৩টা ১০ মিনিটে। তবে এর আগে ছেড়ে যাওয়া সিল্কসিটি এক্সপ্রেসের কারণে সেটি সিগন্যালিংয়ে রয়েছে। সিল্কসিটি তেজগাঁও স্টেশন পার হলে উপকূল ছেড়ে যাবে।

উপকূল এক্সপ্রেসের শেষের দিকের ৪টি বগি আসন ও দাঁড়িয়ে থাকা যাত্রীতে পরিপূর্ণ। ছাড়ার সময় অতিক্রম করায় বেশির ভাগ বগির দরজা আটকানো হয়েছে।

নোয়াখালীগামী যাত্রী সোহেল রানা জানান, স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন তিনি। তবে শুনেছেন ২৫ শতাংশ দেওয়া হয়। কিন্তু বগিতে দাঁড়িয়ে থাকা যাত্রীর পরিমাণ বেশি। আগের বার থেকে এবার স্টেশনের দৃশ্য পুরোপুরি আলাদা।

মাহাফুজুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ঈদের আগে অগ্রিম টিকিটে ষষ্ঠ দিনে এমন কমলাপুর সাধারণত থাকে না। এবার কয়েকবার টিকিট চেক করা হয়েছে। নির্ধারিত আসনেও বসতে পেরেছেন।

রেলস্টেশনে প্রবেশ করছে যাত্রীরা।আজ অগ্রিম টিকিটে যাত্রার ষষ্ঠ দিন। আজ নির্ধারিত আসনে তাঁরাই যেতে পারছেন, যাঁরা ২৯ মার্চ অনলাইনে টিকিট কেটেছিলেন। অগ্রিম টিকিটের যাত্রা শেষ হবে আগামীকাল মঙ্গলবার। এবার সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করেছে রেলওয়ে।

এদিকে আজও কঠোর কড়াকড়ির মাধ্যমে স্টেশনে প্রবেশ করানো হচ্ছে যাত্রীদের। শুরুর দিকে বাঁশের গেটে একবার টিকিট চেকের পর প্ল্যাটফর্মে ঢোকার আগে একবার ও শেষ মুহূর্তে প্ল্যাটফর্মে ঢোকার আগে একবার।

এবার শুরুর দিকে কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। সকাল থেকেই এসব কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় হয়েছে। তবে বাড়তি চাপ নেই। বিকেলে ছেড়ে যাবে সিরাজগঞ্জ এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস ও সুবর্ণ এক্সপ্রেস।

কমলাপুর রেলস্টেশন অপেক্ষমাণ যাত্রীরা।ঢাকা বাণিজ্যিক পরিদর্শক মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, তাঁরা ছয় দিন ধরেই সকাল ৫টা ৫০ মিনিটে চেকিং শুরু করেন। কয়েকটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁদের সঙ্গে রয়েছেন।

এদিকে অভিযোগ রয়েছে, স্টেশনে নিরাপত্তায় থাকা আনসার বাহিনীর সদস্যরা অসাধু উপায় অবলম্বন করে যাত্রীদের টিকিট ছাড়া স্টেশনে ঢুকিয়ে দিচ্ছেন।

রেলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আনসার সদস্যদের একটা দল যাত্রীদের থেকে ২০০ টাকা নিয়ে স্টেশনে প্রবেশ করিয়ে দেওয়ার প্রমাণ তাঁরা হাতেনাতে পেয়ে যান। এর পরিপ্রেক্ষিতে সেই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

রেলস্টেশনে প্রবেশ করছে যাত্রীরা।এই কর্মকর্তা বলেন, এই বাহিনীর সদস্যরা তাঁদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছেন। যে কাজ তাঁদের করার কথা, সেগুলো ঠিকভাবে করেন না।

মজিবুর রহমান বলেন, এমন একটা ঘটনা ঘটেছে এর জন্য একজন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে আজ সকাল থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ৩৮টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে সকালে একতা এক্সপ্রেস ৪৫ মিনিট এবং বুড়িমারী এক্সপ্রেস ৩০ মিনিটে বিলম্বে ছাড়ে।

সার্বিক বিষয়ে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। দুটি ট্রেন একটু বিলম্বে ছেড়েছে। এর কারণ ট্রেন দুটি আসতে দেরি করেছে। সে জন্য ছাড়তেও একটু দেরি হয়েছে। বাকি ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত