নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাত সদস্য নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া যাবেন রফিকুল ইসলাম। ঢাকায় একটি প্রকল্পে রাজমিস্ত্রির কাজ করেন। আজ রোববার কমলাপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে সিরাজগঞ্জ এক্সপ্রেসের অপেক্ষায় ছিলেন। ট্রেনটির ছাড়ার সময় ৪টা ১৫ মিনিটে।
রফিকুল আজকের পত্রিকাকে বলেন, গতবার ঈদের সময় তো টিকিটই পাননি। এত ভিড় যে স্টেশনে ঢুকতে জীবন শেষ হয়ে গেছিল! তবে এবার একদম ফাঁকা স্টেশন। তাঁদের পরিবারের সাত সদস্যই স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন। তবে উল্লাপাড়া নয়, তার আগের স্টেশন জামতৈলে।
বেলা ৩টা ৩০ মিনিটে এই প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস। এই ট্রেনটির ছাড়ার সময় ৩টা ১০ মিনিটে। তবে এর আগে ছেড়ে যাওয়া সিল্কসিটি এক্সপ্রেসের কারণে সেটি সিগন্যালিংয়ে রয়েছে। সিল্কসিটি তেজগাঁও স্টেশন পার হলে উপকূল ছেড়ে যাবে।
উপকূল এক্সপ্রেসের শেষের দিকের ৪টি বগি আসন ও দাঁড়িয়ে থাকা যাত্রীতে পরিপূর্ণ। ছাড়ার সময় অতিক্রম করায় বেশির ভাগ বগির দরজা আটকানো হয়েছে।
নোয়াখালীগামী যাত্রী সোহেল রানা জানান, স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন তিনি। তবে শুনেছেন ২৫ শতাংশ দেওয়া হয়। কিন্তু বগিতে দাঁড়িয়ে থাকা যাত্রীর পরিমাণ বেশি। আগের বার থেকে এবার স্টেশনের দৃশ্য পুরোপুরি আলাদা।
মাহাফুজুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ঈদের আগে অগ্রিম টিকিটে ষষ্ঠ দিনে এমন কমলাপুর সাধারণত থাকে না। এবার কয়েকবার টিকিট চেক করা হয়েছে। নির্ধারিত আসনেও বসতে পেরেছেন।
আজ অগ্রিম টিকিটে যাত্রার ষষ্ঠ দিন। আজ নির্ধারিত আসনে তাঁরাই যেতে পারছেন, যাঁরা ২৯ মার্চ অনলাইনে টিকিট কেটেছিলেন। অগ্রিম টিকিটের যাত্রা শেষ হবে আগামীকাল মঙ্গলবার। এবার সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করেছে রেলওয়ে।
এদিকে আজও কঠোর কড়াকড়ির মাধ্যমে স্টেশনে প্রবেশ করানো হচ্ছে যাত্রীদের। শুরুর দিকে বাঁশের গেটে একবার টিকিট চেকের পর প্ল্যাটফর্মে ঢোকার আগে একবার ও শেষ মুহূর্তে প্ল্যাটফর্মে ঢোকার আগে একবার।
এবার শুরুর দিকে কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। সকাল থেকেই এসব কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় হয়েছে। তবে বাড়তি চাপ নেই। বিকেলে ছেড়ে যাবে সিরাজগঞ্জ এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস ও সুবর্ণ এক্সপ্রেস।
ঢাকা বাণিজ্যিক পরিদর্শক মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, তাঁরা ছয় দিন ধরেই সকাল ৫টা ৫০ মিনিটে চেকিং শুরু করেন। কয়েকটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁদের সঙ্গে রয়েছেন।
এদিকে অভিযোগ রয়েছে, স্টেশনে নিরাপত্তায় থাকা আনসার বাহিনীর সদস্যরা অসাধু উপায় অবলম্বন করে যাত্রীদের টিকিট ছাড়া স্টেশনে ঢুকিয়ে দিচ্ছেন।
রেলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আনসার সদস্যদের একটা দল যাত্রীদের থেকে ২০০ টাকা নিয়ে স্টেশনে প্রবেশ করিয়ে দেওয়ার প্রমাণ তাঁরা হাতেনাতে পেয়ে যান। এর পরিপ্রেক্ষিতে সেই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এই কর্মকর্তা বলেন, এই বাহিনীর সদস্যরা তাঁদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছেন। যে কাজ তাঁদের করার কথা, সেগুলো ঠিকভাবে করেন না।
মজিবুর রহমান বলেন, এমন একটা ঘটনা ঘটেছে এর জন্য একজন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে আজ সকাল থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ৩৮টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে সকালে একতা এক্সপ্রেস ৪৫ মিনিট এবং বুড়িমারী এক্সপ্রেস ৩০ মিনিটে বিলম্বে ছাড়ে।
সার্বিক বিষয়ে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। দুটি ট্রেন একটু বিলম্বে ছেড়েছে। এর কারণ ট্রেন দুটি আসতে দেরি করেছে। সে জন্য ছাড়তেও একটু দেরি হয়েছে। বাকি ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে।
সাত সদস্য নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া যাবেন রফিকুল ইসলাম। ঢাকায় একটি প্রকল্পে রাজমিস্ত্রির কাজ করেন। আজ রোববার কমলাপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে সিরাজগঞ্জ এক্সপ্রেসের অপেক্ষায় ছিলেন। ট্রেনটির ছাড়ার সময় ৪টা ১৫ মিনিটে।
রফিকুল আজকের পত্রিকাকে বলেন, গতবার ঈদের সময় তো টিকিটই পাননি। এত ভিড় যে স্টেশনে ঢুকতে জীবন শেষ হয়ে গেছিল! তবে এবার একদম ফাঁকা স্টেশন। তাঁদের পরিবারের সাত সদস্যই স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন। তবে উল্লাপাড়া নয়, তার আগের স্টেশন জামতৈলে।
বেলা ৩টা ৩০ মিনিটে এই প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস। এই ট্রেনটির ছাড়ার সময় ৩টা ১০ মিনিটে। তবে এর আগে ছেড়ে যাওয়া সিল্কসিটি এক্সপ্রেসের কারণে সেটি সিগন্যালিংয়ে রয়েছে। সিল্কসিটি তেজগাঁও স্টেশন পার হলে উপকূল ছেড়ে যাবে।
উপকূল এক্সপ্রেসের শেষের দিকের ৪টি বগি আসন ও দাঁড়িয়ে থাকা যাত্রীতে পরিপূর্ণ। ছাড়ার সময় অতিক্রম করায় বেশির ভাগ বগির দরজা আটকানো হয়েছে।
নোয়াখালীগামী যাত্রী সোহেল রানা জানান, স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন তিনি। তবে শুনেছেন ২৫ শতাংশ দেওয়া হয়। কিন্তু বগিতে দাঁড়িয়ে থাকা যাত্রীর পরিমাণ বেশি। আগের বার থেকে এবার স্টেশনের দৃশ্য পুরোপুরি আলাদা।
মাহাফুজুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ঈদের আগে অগ্রিম টিকিটে ষষ্ঠ দিনে এমন কমলাপুর সাধারণত থাকে না। এবার কয়েকবার টিকিট চেক করা হয়েছে। নির্ধারিত আসনেও বসতে পেরেছেন।
আজ অগ্রিম টিকিটে যাত্রার ষষ্ঠ দিন। আজ নির্ধারিত আসনে তাঁরাই যেতে পারছেন, যাঁরা ২৯ মার্চ অনলাইনে টিকিট কেটেছিলেন। অগ্রিম টিকিটের যাত্রা শেষ হবে আগামীকাল মঙ্গলবার। এবার সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করেছে রেলওয়ে।
এদিকে আজও কঠোর কড়াকড়ির মাধ্যমে স্টেশনে প্রবেশ করানো হচ্ছে যাত্রীদের। শুরুর দিকে বাঁশের গেটে একবার টিকিট চেকের পর প্ল্যাটফর্মে ঢোকার আগে একবার ও শেষ মুহূর্তে প্ল্যাটফর্মে ঢোকার আগে একবার।
এবার শুরুর দিকে কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। সকাল থেকেই এসব কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় হয়েছে। তবে বাড়তি চাপ নেই। বিকেলে ছেড়ে যাবে সিরাজগঞ্জ এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস ও সুবর্ণ এক্সপ্রেস।
ঢাকা বাণিজ্যিক পরিদর্শক মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, তাঁরা ছয় দিন ধরেই সকাল ৫টা ৫০ মিনিটে চেকিং শুরু করেন। কয়েকটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁদের সঙ্গে রয়েছেন।
এদিকে অভিযোগ রয়েছে, স্টেশনে নিরাপত্তায় থাকা আনসার বাহিনীর সদস্যরা অসাধু উপায় অবলম্বন করে যাত্রীদের টিকিট ছাড়া স্টেশনে ঢুকিয়ে দিচ্ছেন।
রেলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আনসার সদস্যদের একটা দল যাত্রীদের থেকে ২০০ টাকা নিয়ে স্টেশনে প্রবেশ করিয়ে দেওয়ার প্রমাণ তাঁরা হাতেনাতে পেয়ে যান। এর পরিপ্রেক্ষিতে সেই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এই কর্মকর্তা বলেন, এই বাহিনীর সদস্যরা তাঁদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছেন। যে কাজ তাঁদের করার কথা, সেগুলো ঠিকভাবে করেন না।
মজিবুর রহমান বলেন, এমন একটা ঘটনা ঘটেছে এর জন্য একজন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে আজ সকাল থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ৩৮টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে সকালে একতা এক্সপ্রেস ৪৫ মিনিট এবং বুড়িমারী এক্সপ্রেস ৩০ মিনিটে বিলম্বে ছাড়ে।
সার্বিক বিষয়ে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। দুটি ট্রেন একটু বিলম্বে ছেড়েছে। এর কারণ ট্রেন দুটি আসতে দেরি করেছে। সে জন্য ছাড়তেও একটু দেরি হয়েছে। বাকি ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে।
কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল ও খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন পলাতক হয়েছেন। হাজিরার দিনে আদালতে অনুপস্থিত থাকায় ইতিমধ্যে পলাতক হিসেবে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলেছে, আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর মতো...
১৪ মিনিট আগেরাজধানীর কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) টাইটাস হিল্লোল রেমার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে কলাবাগান থানা–পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।
১ ঘণ্টা আগেপবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন ১০টি ট্রাকের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে।
২ ঘণ্টা আগেশিক্ষাঙ্গনে রাজনৈতিক সহাবস্থানের প্রত্যাশা ব্যক্ত করেছেন ছাত্রসংগঠনগুলো। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নবগঠিত কমিটির ‘পরিচিত সভায়’ ৯টি ছাত্রসংগঠন এ প্রত্যাশা জানিয়েছে। শিক্ষাঙ্গনে দ্রুত ছাত্রসংসদ চালুর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।
২ ঘণ্টা আগে